বুধবার, নভেম্বর ৬, ২০২৪ ১১:২৪ অপরাহ্ণ
সর্বশেষ সংবাদঃ

নওগাঁয় মহানবি (স.)কে নিয়ে ফেসবুকে কটুক্তি করায় এস এস সি পরীক্ষার্থী গ্রেফতার

নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর মহাদেবপুরে মহানবি (স.) কে অবমানা করে ফেসবুকে কুটক্তি করায় পল্লব কুমার মহন্ত নামের এক এসএসসি পরীক্ষার্থীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এলাকাবাসী তার বাড়ীর কাছে তাকে আটক করে থানায় খবর দিলে পুলিশ গিয়ে রাত প্রায় ২টার দিকে থানায় নিয়ে আসে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত দুই দিন আগে সরস্বতীপুর উচ্চ বিদ্যালয়ের ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থী পল্লব কুমার মহন্ত তার ফেসবুক আইডি থেকে মহানবি (স.) কে কুটক্তি করে ফেসবুকে কমেন্ট করে। তার সে কুটক্তিপূর্ণ বক্তব্য ফেসবুকে ভাইরাল হলে এলাকার ধর্মপ্রাণ মুসল্লিসহ ওই বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ক্ষোভে ফেটে পড়েন। তারা মহানবি (স.) এর অবমাননার প্রতিবাদে ও পল্লব কুমার মহন্তকে গ্রেফতারের দাবীতে মিছিল বের করে। গ্রেফতারকৃত পল্লব কুমার মহন্ত উপজেলা সদরের দক্ষিণ দুলালপাড়া গ্রামের বাসিন্দা ও সরস্বতীপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক পরিমল কুমার মহন্তের ছেলে।

এবিষয়ে সরস্বতীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সায়েম বলেন, আমার বিদ্যালয়ের এসএসসি ২০২২ সালের পরীক্ষার্থী ছাত্র পল্লব কুমার মহন্তকে ফেইসবুকে ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে থানা পুলিশ গ্রেফতার করেছে বলে শুনেছি।

এ ব্যাপারে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ আজম উদ্দিন মাহমুদ জানান, গ্রেফতারকৃত পল্লব কুমার মহন্তের বিরুদ্ধে ৫৪ ধারায় মামলা দায়ের করে রোববার বিকেলে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান মিলন তার ফেসবুক আইডিতে স্ট্যাটাস দিয়ে অভিযুক্ত ব্যক্তিকে আটকের কথা স্বীকার করে সকলকে আইনের প্রতি আস্থা রাখার অনুরোধ জানিয়েছেন।

Check Also

নওগাঁ এডুকেশন ফাউন্ডেশনের শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি: বেসরকারী কিন্ডারগার্টেন স্কুল ও মাদ্রাসা শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষে নওগাঁ এডুকেশন ফাউন্ডেশনের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *