সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ ১২:১৪ পূর্বাহ্ণ
সর্বশেষ সংবাদঃ

ঘোড়াঘাটে তালাকপ্রাপ্তা স্ত্রী আবারো বিয়েতে রাজি না হওয়ায় আত্মহত্যা!

ঘোড়াঘাট ( দিনাজপুর ) প্রতিনিধিঃ

দিনাজপুরের ঘোড়াঘাটে তালাকপ্রাপ্ত স্ত্রীর উপর অভিমান করে ইমরান মিয়া (৩২) নামের এক যুবক আত্মহত্যা করেছে। সোমবার (১৩ জুন) সন্ধায় ঘোড়াঘাট পৌর এলাকার লালমাটি গ্রামে নিজ বাড়িতে কীটনাশক বিষ পান করে সে। পরে পরিবারের লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে, দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

স্থানীয়দের বরাত দিয়ে সংশ্লিষ্ট ৬নং ওয়ার্ড কাউন্সিলর শাহিদ পারভেজ জানান, দীর্ঘ কয়েক বছর আগে ৩ সন্তানের জননী এক নারীর সাথে বিবাহ হয় নিহত ইমরানের। পারিবারিক নানা সমস্যার কারণে প্রায় গত ১ মাস আগে স্ত্রী তাকে তালাক দেয়। ইতিপূর্বেও তার স্ত্রী তাকে আরো একবার তালাক দিয়েছিল এবং পুণঃরায় তারা দ্বিতীয়বার সংসার জীবনে আবদ্ধ হয়েছিল। তবে স্ত্রী তাকে দ্বিতীয়বার তালাক দেওয়া সত্বেও, সে ওই স্ত্রীকে নিয়েই তৃতীয়বার সংসার করতে চায়। এ নিয়ে সোমবার বিকেলে উভয়পক্ষ থানায় আলোচনায় বসে। তবে সেই আলোচনায় ইমরানের তালাকপ্রাপ্ত স্ত্রী তৃতীয়বারের মত সংসার বাঁধতে রাজি না হওয়ায়, নিহত ইমরান নিজ বাড়িতে গিয়ে কীটনাশক পান করে। এর আগে সোমবার দুপুরে মাদক সেবক করার অপরাধে পুলিশ তাকে আটক করে। পরে মোবাইল কোর্ট পরিচালনা করে ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাফিউল আলম তাকে ১ হাজার টাকা অর্থদন্ড করে।

ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল আনোয়ার বলেন, সোমবার বিকেলে পুলিশ তাকে হাসপাতালে নিয়ে এসেছিল। সে সময় নিহত ইমরান মাদক সেবন করা অবস্থায় ছিল। একইদিন সন্ধায় পরিবারের লোকজন বিষপান করা অবস্থায় তাকে আবারো হাসপাতালে নিয়ে আসে। তবে ততক্ষণে বিষক্রিয়া তার পুরো শরীরে ছড়িয়ে পড়ায়, তাকে বাঁচানো সম্ভব হয়নি। এদিকে ঘোড়াঘাট-হাকিমপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার শরিফুল ইসলাম বলেন, সাবেক স্ত্রীর উপর অভিমান করে তিনি বিষপান করেছে। আমরা একটি অপমৃত্যুর মামলা করেছি এবং মরদেহ ময়না তদন্তের দিনাজপুর এম.আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

Check Also

নওগাঁ এডুকেশন ফাউন্ডেশনের শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি: বেসরকারী কিন্ডারগার্টেন স্কুল ও মাদ্রাসা শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষে নওগাঁ এডুকেশন ফাউন্ডেশনের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *