শেরপুর(বগুড়া) প্রতিনিধি:
শেরে-বাংলা গোল্ডেন এ্যাওয়ার্ড-২০২২ পেলেন পল্লীউন্নয়ন একাডেমী ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ, বগুড়া’র অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) শেখ শাহরিয়ার মোহাম্মদ।
শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ তিনি এ পুরস্কারে ভূষিত হন। তার সুযোগ্য নেতৃত্বে পল্লী উন্নয়ন একাডেমী (আরডিএ) এবং পল্লী উন্নয়ন একাডেমী ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ, বগুড়া শিক্ষা ক্ষেত্রে বিপ্লব সৃষ্টি করে চলেছে।
এ মহান কর্মবীরের হাত ধরেই পল্লী উন্নয়ন একাডেমী ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ, বগুড়া জাতীয় শিক্ষা সপ্তাহ -২০২২ এ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পেয়েছে। তারই সময়োপযোগী দিকনির্দেশনায় জাতীয় শিক্ষা সপ্তাহ সহ বিভাগ ও জাতীয় পর্যায়ে কৃতিত্বের স্বাক্ষর রাখতে সক্ষম হয়েছে পল্লী উন্নয়ন একাডেমী ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ, বগুড়া।
শিক্ষানুরাগী শেখ শাহরিয়ার মোহাম্মদ পল্লী উন্নয়ন একাডেমী (আরডিএ), বগুড়া’র একজন চৌকস কর্মকর্তা। বর্তমানে তিনি উপ-পরিচালক পদে কর্মরত আছেন। ১১ জুন, ২০২২ খ্রিঃ ইকোনোমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তন, ঢাকায় আড়ম্বরপূর্ণ এক অনুষ্ঠানের মাধ্যমে তার হাতে সম্মাননা স্মারক তুলে দেন বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহ আলম চুন্নু।
এ মহান কৃতিত্বে তিনি পল্লী উন্নয়ন একাডেমী (আরডিএ), পল্লী উন্নয়ন একাডেমী ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ, বগুড়া’র সর্বস্তরের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং শুভাকাঙ্খীদের শুভেচ্ছা-ভালোবাসায় সিক্ত হয়ে সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।