অনলাইন ডেস্ক:
‘ছেড়ে দাও নয়তো লড়াই করো।’ অ্যান্টিগা টেস্টে প্রথম দিন ব্যাটিং বিপর্যয় শেষে কথাটা বলেছিলেন অধিনায়ক সাকিব আল হাসান। বোলারা লড়াই করেছেন। ভালো শুরু করা ওয়েস্ট ইন্ডিজকে আটকে দিয়েছেন। তবু তারা লিড পেয়েছে ১৬২ রানের।
জবাবে ৫০ রানে ২ উইকেট হারানো বাংলাদেশের সামনে এখন ইনিংস পরাজয় এড়ানোর লড়াই। বোলাররা লড়াই করেছে। ব্যাটাররা ওই পথ বেছে নেবে নাকি আত্মসমার্পণ করবে সেটাই এখন দেখার পালা। অবশ্য ওপেনার তামিম দ্বিতীয় পথটিতেই হেঁটেছেন।
বাংলাদেশ টস হেরে ব্যাট করে মাত্র ১০৩ রানে প্রথম ইনিংসে অলআউট হয়। জবাব দিতে নেমে ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে ২৬৫ রান তোলে। দলটি ধীরে চলো নীতিতে ভালো করছিল। কিন্তু ১৯৭ রানে ওপেনার ক্রেগ ব্রাথওয়েট ২৬৮ বলে ব্যক্তিগত ৯৪ রানে ফিরতেই ধস নামে দলটির ব্যাটিংয়ে।
পরের ৬৮ রানে ৭ উইকেট হারিয়ে অলআউট হয় তারা। ব্ল্যাকউড খেলেন দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ৬৩ রান করেন। ১৩৯ বলের মুখোমুখি হন। এছাড়া এনক্রুমাহ বোনার করেন ৩৩ রান।
জবাবে ৫০ রান করা বাংলাদেশ স্বাগতিকদের প্রথম ইনিংস থেকে এখনও পিছিয়ে আছে ১১২ রানে। ক্রিজে থাকা ওপেনার মাহমুদুল জয় ১৮ রান করেছেন। তার সঙ্গী নাজমুল শান্ত ৮ রানে তৃতীয় দিন শুরু করবেন।
দ্বিতীয় ইনিংসে ৩৩ রানের ওপেনিং জুটি পায় বাংলাদেশ। হার-জিত, মান-সম্মানের চিন্তা না করে ওপেনার তামিম ঝড়ো খেলতে শুরু করেন। ৩১ বলে চারটি চারে ২২ রান করে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে বিস্ময় নিয়ে সাজঘরে ফিরে যান। নাইট ওয়াটম্যান হিসেবে নেমে মিরাজ ২ রান করে আউট হন।
দ্বিতীয় ইনিংসে দুই উইকেটই নিয়েছেন আলজারি জোসেপ। এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশের হয়ে চারটি উইকেট নিয়েছেন মেহেদি মিরাজ। দুটি করে উইকেট নিয়েছেন পেসার খালেদ ও এবাদত। প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের জাইডেন সিলস ও জোসেপ তিনটি করে উইকেট নেন। কেমার রোচ ও কাইল মায়ার্স নেন দুটি করে উইকেট।