গাবতলী (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার গাবতলী উপজেলা পরিষদের অফিস সহায়ক (পিয়ন) আজিজুল হাকিম (৩৮) গৃহবধুকে ধর্ষণ মামলায় গ্রেফতার হয়েছে। সে উপজেলার সোনারায় ইউনিয়নের মমিনখাদা গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে।
সোমবার রাত সাড়ে ১২টায় একই ইউনিয়নের খুপি হাড়িভিটা গ্রামে গিয়ে কোমল পানীয় (স্পিড) নেয়ার জন্য জনৈক মহিলা মুদি দোকানদারের স্বামীর নাম ধরে ডাকতে থাকে আজিজুল হাকিম। ডাকের সারা না পেয়ে আজিজুলের সাথে থাকা খুপি হাড়িভিটা গ্রামের মৃত শায়েন এর ছেলে অলমেছ আলী (৪৫) ভাবী বলে ডাক দিয়ে দুটি কোমল পানীয় (স্পিড) চান। এর পর আজিজুল হাকিম ওই দোকানে প্রবেশ করে গৃহবধুকে জাপটে ধরে ধর্ষন করে। ধর্ষিতার চিৎকার আশে পাশের লোকজন আসলে অলমেছ আলী পালিয়ে গেলেও আজিজুল হাকিমকে স্থাীয়রা আটক করে ৯৯৯ য়ে ফোন করলে কিছুক্ষণ পর গাবতলী থানা পুলিশ গিয়ে তাকে গ্রেফতার করে নিয়ে আসে।
এ ঘটনায় সোমবার ওই ধর্ষিতা বাদী তাদের বিরুদ্ধে থানা মামলা দায়ের করেছে। পুলিশ ধর্ষিতাকে ডাক্তারী পরীক্ষার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দিয়েছেন এবং ধর্ষক আজিজুল হাকিমকে আদালতের মাধ্যমে জেলা হাজতে প্রেরণ করেছেন।
এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলামের সাথে কথা বললে তিনি উপরোক্ত তথ্য নিশ্চিত করে বলেছেন, তার বিরুদ্ধে আরো অভিযোগের তদন্ত অব্যহত রয়েছে।