বুধবার, নভেম্বর ৬, ২০২৪ ৬:৫৫ অপরাহ্ণ
সর্বশেষ সংবাদঃ

বন্যাকবলিত সিলেট সফরে প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক:

হেলিকপ্টার থেকে নেত্রকোণা, সুনামগঞ্জ ও সিলেটে বন্যাকবলিত এলাকা ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বন্যাদুর্গত এলাকার ক্ষয়ক্ষতি পরিদর্শন শেষে মঙ্গলবার সকাল ১০টা ১০ মিনিটে সিলেট সার্কিট হাউসে পৌঁছেন সরকারপ্রধান।

সেখানে তিনি বিভাগীয় ও জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বন্যা পরিস্থিতি নিয়ে মতবিনিময় করবেন এবং দিকনির্দেশনা দেবেন। এরপর ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের কর্মসূচিতে যোগ দেবেন সরকারপ্রধান। দুপুর ১টা পর্যন্ত তিনি সিলেটে নির্ধারিত এসব কর্মসূচিতে অংশ নেবেন।

এর আগে হেলিকপ্টার থেকে প্রথমে নেত্রকোণা, তারপর সুনামগঞ্জ ও সবশেষে সিলেটে বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে, বন্যাকবলিত এলাকা পরিদর্শনের সময় প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি ‘লো ফ্লাই মুড’ বা নিচু হয়ে উড়বে, যাতে দুর্গত এলাকার অবস্থা স্পষ্টভাবে দেখতে পান সরকারপ্রধান।

বন্যা দুর্গত এলাকা ও ক্ষয়ক্ষতি ঘুরে দেখে সিলেট এমএজি ওসমানী বিমানবন্দরে অবতরণ করেন তিনি। এরপর সেখান থেকে সিলেট সার্কিট হাউসে পৌঁছেন।

মঙ্গলবার সকাল ৮টায় রাজধানীর তেজগাঁওয়ের পুরাতন বিমানবন্দর থেকে হেলিকপ্টারযোগে নেত্রকোনা, সুনামগঞ্জ ও সিলেট জেলার বন্যা পরিস্থিতি পরিদর্শনে রওনা হন তিনি। প্রধানমন্ত্রীর সফরসূচি অনুযায়ী, নির্ধারিত কর্মসূচিতে অংশগ্রহণ শেষে দুপুর ১টায় সিলেট থেকে ঢাকার উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী।

 

Check Also

নওগাঁ এডুকেশন ফাউন্ডেশনের শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি: বেসরকারী কিন্ডারগার্টেন স্কুল ও মাদ্রাসা শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষে নওগাঁ এডুকেশন ফাউন্ডেশনের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *