সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ ৯:২১ পূর্বাহ্ণ
সর্বশেষ সংবাদঃ

নওগাঁয় ৮ বছরের নাতনীকে ধর্ষণের অভিযোগে আটক দাদা!

নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর বদলগাছীতে ৮বছরের শিশু নাতনীকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী এক দাদার বিরুদ্ধে। প্রতিবেশী দাদা শিশুটিকে ফুসলিয়ে কৌশলে পাটক্ষেতে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে ।

এ ঘটনায় অভিযুক্ত আতাহার আলী(৫৫) নামে ১জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত আতাহার আলী (৫৫) বদলগাছীর মিঠাপুর ইউনিয়নের পূর্ব খাদাইল গ্রামের মৃত মেহেরজানের ছেলে।

মামলাসূত্রে জানা যায়, গত ১৮জুন শনিবার দুপুরে বদলগাছী উপজেলার মিঠাপূর ইউপির ভুক্তভোগী ঐ শিশুটির বাড়ীতে কেউ না থাকার সুযোগে শিশুটিকে প্রতিবেশী সম্পর্কে দাদা আতাহার আলী (৫৫) খাবার ও টাকা পয়সার প্রলোভন দেখিয়ে পার্শবর্তী শরিফুলের পাটক্ষেতে নিয়ে গিয়ে ধর্ষন করে। সন্ধ্যায় শিশুটির মা বাড়ীতে আসলে শিশুটির প্রস্রাব করতে সমস্যা হলে মা শিশুকে ঔষধ খাওয়ায়। এতে ভালো না হলে মা শিশুকে জিজ্ঞেসা করলে ভুক্তভোগী ঐ শিশু বলে আতাহার দাদা আমাকে পাট ক্ষেতে নিয়ে গিয়ে কোলে করে এমনটা করেছে। এ ঘটনায় বাদী হয়ে শিশুটির মা ১৯শে জুন রাতে থানায় লিখিত অভিযোগ করলে থানা পুলিশ রাতেই ধর্ষককে আটক করে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে সোমবার দুপুরে থানায় একটি ধর্ষন মামলা করা হয়েছে।

বদলগাছী থানার (তদন্ত) ওসি রায়হান হোসেন সত্যতা স্বীকার করে বলেন, এ ব্যাপারে ধর্ষণ মামলা হয়েছে । শিশুটিকে পরীক্ষা নিরীক্ষার জন্য নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে সোমবার নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Check Also

নওগাঁ এডুকেশন ফাউন্ডেশনের শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি: বেসরকারী কিন্ডারগার্টেন স্কুল ও মাদ্রাসা শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষে নওগাঁ এডুকেশন ফাউন্ডেশনের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *