বৃহস্পতিবার, নভেম্বর ৭, ২০২৪ ২:৪৮ পূর্বাহ্ণ
সর্বশেষ সংবাদঃ

শেরপুরে সামান্য বৃষ্টিতেই জনদুর্ভোগ চরমে

আব্দুল গাফ্ফার, শেরপুর (বগুড়া) থেকে:
বগুড়ার শেরপুর উপজেলার খামারকান্দি ইউনিয়নের শুভগাছা-জয়নগর আঞ্চলিক সড়কটি চলতি বর্ষা মৌসুমে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সামান্য বৃষ্টিতেই কাদা জমায় ওই রাস্তায় চলাচলকারী জনসাধারণের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, আশেপাশের কয়েকটি গ্রামের সবজি চাষীদের সবজি নিয়ে নিকষ্টস্থ ফুলবাড়ী এবং খামারকান্দি বাজারে যাওয়ার একমাত্র রাস্তাটি চলতি বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতে যাতায়াতের অনুপোযোগি হয়ে চরম জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে।
স্থানীয়দের সাথে কথা বলে জানাযায়, আশেপাশের গ্রাম থেকে ফুলবাড়ী বাজার খামারকান্দি বাজার এবং ইউনিয়ন পরিষদে যাতায়াতের একমাত্র রাস্তাটি বর্ষা মৌসুম আসলেই চলাচলের অনুপযোগী হয়ে যায়। যার ফলে স্কুলগামী ছাত্র-ছাত্রী সহ স্থানীয় কৃষক এবং জনসাধারণের যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বার বার ইউনিয়ন পরিষদে জানানোর পরও এই রাস্তা সংষ্কার করা হয়নি ।
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য হায়দার আলী জানান, বিষয়টি আমি সহ স্থানীয় মহিলা সদস্য চেয়ারম্যানকে অবগত করেছি। ইউনিয়ন পরিষদ থেকে বর্তমানে কোন বরাদ্দ নেই। চেয়ারম্যানের সাথে বরাদ্দের বিষয়ে কথা বলেছি, বরাদ্দ পেলে রাস্তাটি সংষ্কার করা হবে।

Check Also

নওগাঁ এডুকেশন ফাউন্ডেশনের শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি: বেসরকারী কিন্ডারগার্টেন স্কুল ও মাদ্রাসা শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষে নওগাঁ এডুকেশন ফাউন্ডেশনের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *