বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি:
নানা আয়োজনে নাটোরে বাগাতিপাড়ায় আ’লীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার বিকালে উপজেলার তমালতলায় উপজেলা আ’লীগের স্থায়ী কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূষ্পমাল্য অর্পন, এক মিনিট নিরবতা পালন ও বিশেষ মোনাজাত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি অধ্যাপক আবুল হোসেন, সাধারণ সম্পাদক সেকেন্দার রহমান,উপজেলা মহিলা আ’লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা উপাধ্যক্ষ শাহিদা খাতুন, পৌর আ’লীগের সভাপতি আব্দুর বারী, সাধারণ সম্পাদক(ভার) ইমদাদুল হক নান্নু ,ফাগুয়াড়দিয়ার ইউনিয়ন আ’লীগের সভাপতি অধ্যক্ষ জহুরুল ইসলাম,বাগাতিপাড়া ইউনিয়ন আ’লীগের সভাপতি চেয়ারম্যান মজিবুর রহমান,সাধারণ সম্পাদক রহমত আলী সরকার ,জামনগর ইউনিয়ন আ’লীগের সভাপতি লোকমান হাকিম, সাধারণ সম্পাদক মাজেদুর রহমান, পাঁকা ইউনিয়ন আ’লীগের সভাপতি আসলাম উদ্দিন, সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান, দয়ারামপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি শাহ আলম, সাধারণ সম্পাদক (ভার) চেয়ারম্যান মাহবুর রহমান মিঠু ,পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল হাসান নাহিদ ও সাধারণ সম্পাদক শিহাব মাহামুদ সজল, উপজেলা শ্রমিকলীগের সভাপতি আলাউদ্দিন সি.আই.সি, সাধারণ রফিকুল ইসলাম প্রমূখ। সহ আ’লীগের বিভিন্ন সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতা, কর্মী ও সমর্থকগণ অংশ নেন। পরে উপজেলা আ’লীগের স্থায়ী কার্যালয় থেকে একটি বনাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে ফিরে যায়। সেখানে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। এদিকে,স্থানীয় সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল তার সমর্থিত নেতা-কর্মী নিয়ে উপজেলার মালঞ্চি বাজার রেল গেটের পূর্ব পাশে আ’লীগের অস্থায়ী কার্যালয়ে আলাদাভাবে একই কর্মসূচি পালন করেন।