সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ ১:১৯ পূর্বাহ্ণ
সর্বশেষ সংবাদঃ

তথ্য প্রযুক্তি আইনের মামলায় নাটোরে সাংবাদিক জেলে

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি:

নাটোরে তথ্য প্রযুক্তি আইনের মামলায় বাংলাদেশ প্রতিদিন ও নিউজ টোয়েন্টি ফোর এর সাংবাদিক নাসিম উদ্দিন নাসিমকে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে আদালত। মামলার অপর অভিযুক্ত সাংবাদিক নাজমুল হাসান নাহিদকেও আটকের জন্য গ্রেফতারী পরোয়ানা জারি করেছে আদালত।

আদালত সূত্রে জানা যায়, নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত এ বিচার কাজ চলা অবস্থায় আইনজীবীদের বসার আসনের পেছনে আদালতের একজন পিয়ন বসে ঘুমাচ্ছেন এমন একটি ভিডিও নিজের আইডি থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার করেন সাংবাদিক নাসিম উদ্দীন নাসিম ও নাজমুল হাসান নাহিদ। সেখানে নাসিম লিখেন “ নাটোর জেলা ও দায়রা জজ আদালত-২ একজন পিয়ন বিচারিক কার্যক্রম চলাকালে বিচারকের উপস্থিতিতে এজলাসে ভাতঘুম দিচ্ছে”। একজন ভুক্তভোগী ভিডিওটি ধারণ করেছে বলেও তিনি শেয়ারের সময় উল্লেখ করেন। ভিডিওটি আদালতের নজরে আসলে আদালত বাংলাদেশ প্রতিদিন ও নিউজ চ্যানেল ২৪এর জেলা প্রতিনিধি সাংবাদিক নাসিম উদ্দিন নাসিম ও গুরুদাসপুর উপজেলার করতোয়া প্রতিনিধি ও চলনবিল আইপি টিভির ব্যবস্থাপনা সম্পাদক সাংবাদিক নাজমুল হাসান নাহিদের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা দায়ের করা হয়। একই আদালতের পেশকার আল আমিন ভুইয়াঁ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলা দায়েরের পর শুক্রবার রাত তিনটার দিকে নাটোর থানা পুলিশ সাংবাদিক নাসিমকে তার নাটোর শহরের বাসা থেকে গ্রেফতার করে। শনিবার বিকেল ৫টার দিকে সাংবাদিক নাসিম উদ্দিন নাসিমকে নাটোর থানা হাজত থেকে নাটোরের সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির করা হয়। এ সময় আদালতে সাংবাদিক আইনজীবী মুক্তার হোসেন তার জামিন আবেদন করেন। আদালতের বিচারক মোঃ মেহেদী হাসান সাংবাদিক নাসিমকে জামিন না দিয়ে কারাগারে পাঠিয়ে দেন। সাংবাদিক নাজমুল হাসান নাহিদকে আটকের জন্য এ সময় আদালতের বিচারক গ্রেফতারী পরোয়ানা জারি করেছেন।

Check Also

নওগাঁ এডুকেশন ফাউন্ডেশনের শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি: বেসরকারী কিন্ডারগার্টেন স্কুল ও মাদ্রাসা শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষে নওগাঁ এডুকেশন ফাউন্ডেশনের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *