অনলাইন ডেস্ক:
সেন্ট লুসিয়া টেস্টে বাংলাদেশ প্রথম ইনিংসে ২৩৪ রান করে। জবাবে ৪০৮ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। লিড নেয় ১৭৪ রানের। জবাব দিতে নেমে দ্বিতীয় ইনিংসে একশ’র পরে ছয় উইকেট হারিয়েছে বাংলাদেশ। ইনিংস হারের শঙ্কায় পড়েছে।
বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ৩৬ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৩২ রান তুলেছে। পিছিয়ে আছে ৪২ রানে। ক্রিজে থাকা নুরুল হাসান ১৬ রান করেছেন। তার সঙ্গী মেহেদি মিরাজ।
দ্বিতীয় ইনিংসে কেমার রোচের বলে তামিম বাইরের বলে শট খেলতে গিয়ে ৪ রান করে ফিরে গেছেন। জয় ১৩ রানে ক্যাচ দিয়েছেন স্লিপে। পরেই এনামুলকে (৪) লেগ বিফোর করেছেন তিনি। পরের তিন উইকেট নিয়েছেন আলজারি জোসেপ। লিটন দাস ও সাকিবকে যথাক্রমে ১৯ ও ১৬ রানে তুলে নেন তিনি। নাজমুল শান্ত আউট হন ৪২ করে।
এর আগে ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ ১৪৬ রানের ইনিংস খেলেন কাইল মেয়ার্স। পাঁচে নেমে তিনি ২০৮ বলে ১৮ চার ও দুই ছক্কায় ওই রান করেন। এছাড়া ক্রেইগ ব্রাথওয়েট ৫১ রানের ইনিংস খেলেন। জোহান ক্যাম্পবেল ৪৫ ও জার্গেইন ব্ল্যাকউড ৪০ রানের ইনিংস খেলেন।
সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে টস হেরে ব্যাট করতে নেমে নিয়মিত উইকেট হারায় বাংলাদেশ। প্রথম ইনিংসে দলের পক্ষে সর্বোচ্চ ৫৩ রান করেন লিটন দাস। তামিম ইকবাল করেন ৪৬ রান। এছাড়া শান্ত ও শরিফুল ২৬ করে রান তোলেন। এনামুল করেন ২৩ রান।
প্রথম ইনিংস থেকে আলজারি জোসেপ ও জেইডেন সিলস তিনটি করে উইকেট নেন। দুটি করে উইকেট নেন কেমার রোচ ও অ্যান্ডারসন ফিলিপস। বাংলাদেশের হয়ে পেসার খালেদ আহমেদ নেন পাঁচ উইকেট। মিরাজ তিনটি ও শরিফুল নেন দুই উইকেট।