সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ ৩:০১ অপরাহ্ণ
সর্বশেষ সংবাদঃ

ঠাকুরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:

ঠাকুরগাঁও সদরে ট্রেনে কাটা পড়ে আসলাম (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ২৭ জুন সোমবার বিকাল ৫ টায় ঠাকুরগাঁও সদর উপজেলার শিবগঞ্জ রেল স্টেশনের ৫০ মিটার সামনে এ দূর্ঘটনা ঘটে। ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, নিহত ঐ ব্যক্তি ২৭ জুন সোমবার বিকাল ৪.০০ টার দিকে শিবগঞ্জ রেল স্টেশনের সামনে ছাগল চড়াচ্ছিলেন এবং মোবাইলে কথা বলছিলেন এ সময় একটি দ্রুতগামী লোকাল ট্রেন আসলে তিনি কথা বলতে বলতে ছাগল তাড়াতে গিয়ে নিজেই ট্রেনের নিচে কাটা পড়েন।

এ বিষয়ে শিবগঞ্জ রেল স্টেশন মাস্টার মোঃ রিহানুল হামিদ জানান,রাত আনুমানিক সাড়ে ৮ টার দিকে উক্ত মৃত ব্যক্তির জি.আর.পি পুলিশ দিনাজপুরের মাধ্যমে সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

Check Also

নওগাঁ এডুকেশন ফাউন্ডেশনের শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি: বেসরকারী কিন্ডারগার্টেন স্কুল ও মাদ্রাসা শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষে নওগাঁ এডুকেশন ফাউন্ডেশনের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *