ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে পুলিশের স্ত্রীর স্বর্ণের চেইন ছিনতায়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৩ ছিনতাইকারীকে স্থানীয় জনতা ধাওয়া করে আটকের পর পুলিশের হাতে সোপর্দ করেছে। ঘটনাটি ঘটেছে ২ জুলাই শনিবার দুপুর ২ টায়। আটককৃতরা হলো- গাইবান্ধার গোবিন্দগঞ্জ এলাকার সিএনজি চালক দেলোয়ার হোসেন (৩০), সুন্দরগঞ্জ উপজেলার মোহাম্মাদ আলী (৩০) এবং বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার রঞ্জু মিয়া (৩৮)।
প্রত্যক্ষদর্শী ও থানা সূত্রে জানা যায়, গাইবান্ধার পুলিশ লাইনে কর্মরত থাকা এক পুলিশ পরিদর্শকের স্ত্রী খাদিজা বেগম গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে সিএনজি যোগে পিতার বাড়ী যাচ্ছিলেন। ঐ সিএনজিতে যাত্রী বেশে ১ জন প্রতারক ও ছিনতাইকারী দলের সদস্যরা ছিল। সিএনজিতে যাত্রী বেশে থাকা প্রতারক ও ছিনতাইকারী খাদিজা বেগমকে একটি নকল সোনার বার দেখায় এবং তিনি এটি কিনতে বলে। এতে ঐ যাত্রীকে সন্দেহ হলে খাদিজা বেগম গলা থেকে ১০ আনা ওজনের স্বর্ণের চেনটি খুলে হাতে রাখে। ঘোড়াঘাট উপজেলার রাণীগঞ্জ বাজারে সকাল ১০ টার সিএনজি থেকে খাদিজা নামার সময় স্বর্ণের চেইনটি হাত থেকে ছিনিয়ে নিয়ে দ্রুত সিএনজি নিয়ে ছিনতাইকারীরা পালানোর চেষ্টা করে। এ সময় খাদিজার চিৎকারে লোকজন ঘটনাস্থলে এসে ছিনতায়ের বিষয়টি জানতে পেরে মোটরসাইকেল নিয়ে ধাওয়া করে। ধাওয়ার এক পর্যায়ে উপজেলার পালশা ইউনিয়নের উচিৎপুর ৪ মাথা নামক স্থানে ২টি সিএনজি সহ ৩ ছিনতাইকারীকে জনতা আটক করে। অপর সিএনজিতে থাকা চালক সহ আরও ২ জন ছিনতাইকারী পালিয়ে যায়। খাদিজা বেগম (২২) দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার পুটিহার গ্রামের আনাম ইসলামের মেয়ে।
এ বিষয়ে কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, তারা ছিনতাইকারীদের আটকের পর পুলিশের নিকটে সোপর্দ করেছে। বিষয়টি নিশ্চিত করে ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জঃ আবু হাসান কবির বলেন, আটককৃতদের বিরুদ্ধে একটি ছিনতাই মামলা প্রক্রিয়াধীন এবং ছিনতাইয়ের কাজে ব্যবহৃত সিএনজি ২টি স্থানীয় জনতার হেফাজতে রাখা হয়েছে।