সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ ১২:৪৩ পূর্বাহ্ণ
সর্বশেষ সংবাদঃ

সিংড়ায় যুব মহিলা লীগের সভাপতি হতে চান সাবিনা

আবু জাফর সিদ্দিকী, সিংড়া (নাটোর) :

নাটোরের সিংড়া উপজেলা ও পৌর যুব মহিলা লীগের সম্মেলন আগামীকাল রোজ সোমবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ সম্মেলনে উপজেলা যুব মহিলা লীগের সভাপতি হতে চান সাবিনা ইয়েসমিন। তিনি বর্তমানে পৌর কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। সিংড়া কলেজপাড়া মহল্লার বাসিন্দা তিনি।

নাটোর জেলা আওয়ামী যুবলীগের তথ্য ও গবেষণা সম্পাদক হান্নান আহমেদ হাসানের সহধর্মিণী সাবিনা ইয়েসমিন ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা শুরু করেছেন। সাবিনা ইয়েসমিনের শশুর মরহুম জালাল উদ্দিন ছিলেন সিংড়া উপজেলা আওয়ামী লীগ নেতা ও তাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। তাঁর দেবর মো. আবু হানিফ তাজপুর ইউনিয়ন পরিষদের বর্তমান প্যানেল চেয়ারম্যান ও তাজপুর ইউনিয়ন আ’লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন।

সাবিনা ইয়েসমিন বলেন, বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে রাজনীতি করি। জননেত্রী শেখ হাসিনা ও জুনাইদ আহমেদ পলকের হাতকে শক্তিশালী করতে কাজ করে যাচ্ছি, আগামীতেও করবো।

Check Also

নওগাঁ এডুকেশন ফাউন্ডেশনের শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি: বেসরকারী কিন্ডারগার্টেন স্কুল ও মাদ্রাসা শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষে নওগাঁ এডুকেশন ফাউন্ডেশনের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *