বৃহস্পতিবার, নভেম্বর ৭, ২০২৪ ৪:৪০ পূর্বাহ্ণ
সর্বশেষ সংবাদঃ

গরু কিনলে ছাগল ফ্রি!!

আজিজার রহমান, ঘোড়াঘাট (দিনাজপুর) :

দিনাজপুরের ঘোড়াঘাটে গরু কিনলে ক্রেতাকে ছাগল উপহার দেওয়ার ঘোষণা দিয়েছেন এক গরু বিক্রেতা। ঘোড়াঘাট পৌরসভার ৫নং ওয়ার্ডের পশ্চিম কাজিপাড়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে মনিরুল ইসলাম বসতবাড়ির পাশে ছোট একটি খামারে ডন, বাদশা, টাইগারসহ মোট ১৪টি গরু আড়াই বছর ধরে পরিচর্যা করছেন।

তার খামারে গিয়ে দেখা যায়, ৮ ফুট দৈর্ঘ্য ও ৬ ফুট উচ্চতার ডন, বাদশা, টাইগার নামে ৩টি বড় গরু রয়েছে এবং ১১টি গরু বিক্রির জন্য হাটে নিয়ে আসার প্রস্তুতি চলছে। তিনি ১৪টি গরুর দাম হাঁকিয়েছেন ৪০ লক্ষ টাকা। এর মধ্যে ৩টি ফ্রিজিয়ান জাতের গরু ডন ৭ লাখ, বাদশা ৬ লাখ এবং টাইগার ৫ লাখ টাকা চেয়েছেন এবং এই ৩টি গরুর সঙ্গে ৩টি বড় খাসি ছাগল উপহার দেওয়ার ঘোষণা দিয়েছেন।

ডন, বাদশা, টাইগার ফ্রিজিয়ান জাতের এ ৩টি গরু সঙ্গে ৩টি ছাগল উপহার দেওয়ার কারণ জানতে চাইলে মালিক মনিরুল ইসলাম জানান, এই ৩টি গরু আমি বাজারে তুলতে পারছি না। ক্রেতাদের আকর্ষণ বাড়ানোর জন্য এবং বড় গরু বাজারে নিয়ে যাওয়া আসা অনেক কষ্ট হয়ে যায় এবং খরচ বেড়ে যায় তাই আমি ৩টি গরুর সঙ্গে ৩টি বড় ছাগল উপহার দিতে চেয়েছি।

তিনি আরও জানান, ডন, বাদশা, টাইগার প্রতিটি গরুর দৈনিক সাড়ে চার কেজি গমের ভুসি, তিন কেজি ধানের গুড়া, দুই কেজি কলাইয়ের ভুসি, তিন কেজি খুদ ও ছয় আঁটি খড় খাওয়াতেন। এতে মাসে তার ১৮-২০ হাজার টাকার মতো খরচ হতো।

বিক্রেতার দাবি আনুমানিক ডন ২৫ মণ, বাদশা ২৩ মন, টাইগার ওজন ২০ মণ হবে। গরু দেখতে ভিড় করছেন অনেক ক্রেতারা। গরুর মালিকের দাবি সবকিছুর দাম বেশি, আমাদের খরচ বেশি হয়েছে এজন্য গরুর দাম বেশি।

Check Also

নওগাঁ এডুকেশন ফাউন্ডেশনের শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি: বেসরকারী কিন্ডারগার্টেন স্কুল ও মাদ্রাসা শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষে নওগাঁ এডুকেশন ফাউন্ডেশনের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *