বৃহস্পতিবার, নভেম্বর ৭, ২০২৪ ২:৩৫ পূর্বাহ্ণ
সর্বশেষ সংবাদঃ

ম্যাচ হেরেও সাকিবের বিশ্বরেকর্ড!

অনলাইন ডেস্ক:

ডমিনিকার প্রথম টি-টোয়েন্টি পরিত্যক্ত হবার পর দ্বিতীয় টি-টোয়েন্টিতেও হেরেছে বাংলাদেশ। ম্যাচ হারলেও সবার থেকে আলাদা ছিলেন সাকিব। হারা ম্যাচে এদিন গড়েছেন এক বিশ্বরেকর্ড। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম ব্যক্তি হিসেবে ২ হাজার রান ও ১০০ উইকেটের ‘ডাবল’ গড়েছেন তিনি।

টি-টোয়েন্টিতে ১০০ উইকেটের ক্লাবে আরো আগে থেকেই ছিলেন সাকিব। অপেক্ষা ছিল ২০০০ রানের। রোববার উইন্ডিজের বিপক্ষে ৫২ বলে ৬৮ রান অপরাজিত থাকেন সাকিব। এই ইনিংস খেলার পথেই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দুই হাজার রানের ক্লাবে প্রবেশ করেন সাকিব। যদিও দলকে জেতাতে পারেননি সাকিব। ওয়েস্ট ইন্ডিজের ১৯৪ রান তাড়া করতে নেমে টাইগাররা হেরেছে ৩৫ রানের বিশাল ব্যবধানে।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সাকিবের এই ডাবলের সবচেয়ে কাছাকাছি ছিলেন মোহাম্মদ হাফিজ। ২৫১৪ রানের সঙ্গে ৬১টি উইকেট নিয়েছিলেন পাকিস্তান ক্রিকেটের ‘প্রফেসর’। এ বছরের শুরুতেই অবসর নিয়েছেন তিনি, ফলে সাকিবকে ছোঁয়ার প্রশ্নই উঠছে না হাফিজের।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১ হাজার রান ও ৫০ উইকেটের ‘ডাবল’ আছে সাকিব ও হাফিজ ছাড়া ৫ জনের। কেভিন ও’ব্রায়েন, শহীদ আফ্রিদি, ডোয়াইন ব্রাভো, মোহাম্মদ নবী ও থিসারা পেরেরা। এদের মধ্যে আফ্রিদি, ব্রাভো ও পেরেরাও অবসর নিয়েছেন, ও’ব্রায়েন সর্বশেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন গত বছরের অক্টোবরে। এখন খেলছেন শুধু নবী, এ আফগানের রান ১৬২৮, উইকেট ৭৬টি।

Check Also

নওগাঁ এডুকেশন ফাউন্ডেশনের শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি: বেসরকারী কিন্ডারগার্টেন স্কুল ও মাদ্রাসা শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষে নওগাঁ এডুকেশন ফাউন্ডেশনের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *