বৃহস্পতিবার, নভেম্বর ৭, ২০২৪ ৪:৩২ পূর্বাহ্ণ
সর্বশেষ সংবাদঃ

ঠাকুরগাঁওয়ে পুকুরে গোসল করতে গিয়ে ছাত্রের মৃত্যু!

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে হাসান আলি (১৩) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৫ জুলাই) দুপুরে উপজেলার বাচোর ইউনিয়নের রাজোর গ্রামে এ ঘটনা ঘটে। হরিপুর উপজেলার নাওহর চান গ্রামের মোঃ আলীম উদ্দিনের ছেলে হাসান আলি।

সে রাণীশংকৈলের কাতিহার উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল। বিষয়টি রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মোঃ আব্দুল লতিফ শেখ নিশ্চিত করেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি-তদন্ত মোঃ আব্দুল লতিফ শেখ জানান, হাসান আলী ছোটবেলা থেকে তার নানা বাড়ি রাণীশংকৈল উপজেলায় কাতিহার রাজোর গ্রামে মোঃ মফিজ উদ্দিনের বাড়িতে থাকতো। মঙ্গলবার সকালে ১১টার দিকে সে তার মামাতো ভাইদের সাথে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায়। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করে না পাওয়ায় ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা হাসান আলীকে উদ্ধার করে। পরে তাকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসান আলীর মৃত্যুতে তার পরিবার ও স্বজনদের কোনো অভিযোগ নেই বলেও জানান তিনি।

Check Also

নওগাঁ এডুকেশন ফাউন্ডেশনের শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি: বেসরকারী কিন্ডারগার্টেন স্কুল ও মাদ্রাসা শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষে নওগাঁ এডুকেশন ফাউন্ডেশনের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *