সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ ৭:২১ পূর্বাহ্ণ
সর্বশেষ সংবাদঃ

ঠাকুরগাঁওয়ে মহানবী (সাঃ) কে কটুক্তির দায়ে একজন গ্রেফতার

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ
ঠাকুরগাঁও সদর উপজেলার শিবগঞ্জ বাজারে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা:) কে কটুক্তি করায় সাধারণ জনগণ নির্মল রায় (৪০) নামে এক যুবককে আটক করে। বুধবার(৬ জুলাই)বিকালে শিবগঞ্জ বাজারে এই ঘটনা ঘটে। পরবর্তীতে পুলিশ ওই যুবককে জনতার রোষানল থেকে উদ্ধার করে,আটক দেখিয়ে থানায় নিয়ে যায়। আটককৃত ঐ যুবক অত্র এলাকার নরেশ রায়ের ছেলে। বর্তমানে পরিস্থিতি থমথমে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, যুবক নির্মল রায় নবী করীম(সাঃ) নিয়ে শিবগঞ্জ বাজারে বিভিন্ন কটুক্তিমূলক কথা মানুষকে বলে বেড়াচ্ছিল। এসময় জনগন ক্ষিপ্ত হয়ে নির্মল রায়কে আটক করে মারধর করা শুরু করে। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গেলে জনগন আরো উত্তেজিত হয়ে যায়, ঐ যুবককে আটক করে নিয়ে আসতে চাইলে জনগন সাথে পুলিশের বাকবিতন্ডা শুরু হয়। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে লাঠি চার্জ শুরু করলে পরিস্থিতির আরও অবনতি হয়। ফলে পুলিশ ও বাজারের জনগনের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়ায় সাংবাদিকসহ ৬ পুলিশ আহত হয়। এদের কয়েকজনকে ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করা হয়। আহতরা হলেন বাংলাদেশ প্রতিদিন ও নিউজ -২৪ এর জেলা প্রতিনিধি আব্দুল লতিফ লিটু, এস.আই. জাবেদ,এ এস আই রাজিব, এস আই হিরন্ময়, এস আই হালিম খাঁন প্রমূখ।
এদিকে ঘটনাস্থল পরিদর্শন শেষে সদর থানার ওসি কামাল হোসেন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ওই যুবক কে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। জনগনকে উত্তেজিত না হওয়ার জন্য আহব্বান জানান তিনি। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Check Also

নওগাঁ এডুকেশন ফাউন্ডেশনের শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি: বেসরকারী কিন্ডারগার্টেন স্কুল ও মাদ্রাসা শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষে নওগাঁ এডুকেশন ফাউন্ডেশনের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *