সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ ১২:২৫ পূর্বাহ্ণ
সর্বশেষ সংবাদঃ

ঠাকুরগাঁওয়ের প্রতিটি গরুর হাটে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ

মোঃ মামুন অর-রশীদ, ঠাকুরগাঁও :
ঠাকুরগাঁও জেলার প্রতিটি পশুর হাটে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ উঠেছে ইজারাদারদের বিরুদ্ধে।
শুক্রবার(৮ জুলাই)এ জেলায় পশুর হাটগুলোর মধ্যে প্রসিদ্ধ লাহিড়ীহাট, রামনাথহাট,গড়েয়া বাজার, খোঁচাবাড়ীহাট, মাদারগঞ্জের হাট,নেকমরদ হাট, আলাদীহাট,চৌধুরীহাট,ফেসাডাঙ্গীহাটসহ অন্যান্য হাট ঘুরে দেখা গেছে সরকারের নির্ধারিত টোলের চেয়ে বেশি হারে আদায় করা হচ্ছে।
এ দিকে সরকারের নির্ধারিত চার্জ গরু প্রতি ১৮০/- এবং প্রস্তাবিত ২৩০/ টাকা অথচ হাট ইজারাদাররা আদায় করছে ৪০০-৫০০/ টাকা এবং খাসি বা ছাগল প্রতি সরকারের নির্ধারিত ৭০/- টাকা, প্রস্তাবিত টোল ৯০/-টাকা কিন্তু হাটের ইজারাদাররা আদায় করছেন ১৫০-২০০/-টাকা।
এ ব্যাপারে হাট কতৃপক্ষের সাথে কথা বললে তারা সদুত্তর দিতে পারেনি। এ ব্যাপারে গত ৬ জুলাই ঠাকুরগাঁও সদর উপজেলার নির্বাহী কর্মকর্তার সাথে কথা হলে, তিনি জানান এ ব্যাপারে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিবো।
এ দিকে ৮ জুলাই বালিয়াডাঙ্গী উপজেলার নির্বাহী কর্মকর্তার মুঠো ফোনে দুপুর ১১.৫০ মিনিটে যোগাযোগ করা হলে তিনি কল রিসিভ করেননি। গরু কিনতে আসা অনেকে অভিযোগ করেছেন হাটগুলো অরাজকতা দেখার কেউ নেই, এ যেন ‘জোর যার মুল্লুক তার’। হাট ইজারাদারদের বিরুদ্ধে প্রশাসন কঠোরভাবে পদক্ষেপ নিলে পশু ক্রয়কারী ব্যক্তিবর্গ স্বস্তির নিশ্বাস ফেলতো।

Check Also

নওগাঁ এডুকেশন ফাউন্ডেশনের শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি: বেসরকারী কিন্ডারগার্টেন স্কুল ও মাদ্রাসা শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষে নওগাঁ এডুকেশন ফাউন্ডেশনের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *