নওগাঁ প্রতিনিধিঃ
দীর্ঘ ২ বছর পর নওগাঁয় বিভিন্ন ঈদগাহ ময়দানে উৎসবমুখর পরিবেশে ঈদুল-আজহার নামাজ আদায় করেছেন মুসল্লিরা। রবিবার (১০ জুলাই) শহরের কেন্দ্রীয় ঈদগাহ নওযোয়ান মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন নওগাঁ ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মওলানা রমজান আলী।
এই মাঠে একটিই জামাত অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ৮টায় নামাজ শুরু হলেও মুসল্লিদের আগমনে ৮টার আগেই ঈদগাহ মাঠ পরিপূর্ণ হয়ে যায়। স্থান সংকুলান না হওয়ায় রাস্তায় নামাজ আদায় করেন মুসল্লিরা। এই ঈদগাহ মাঠে একসঙ্গে প্রায় ২০ হাজার মুসল্লি নামাজ আদায় করেন। নামাজে উপস্থিত ছিলেন নওগাঁ সদর আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জন, জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান, পৌর মেয়র নজমুল হক সনিসহ বিভিন্ন দলীয় নেতৃবৃন্দ ও সরকারি কর্মকর্তা-কর্মচারী বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। নামাজ শেষে সংকট নিরসন এবং দেশ-জাতির মঙ্গল কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। এ ছাড়াও শহরের প্রায় ৫০টি মাঠে ঈদুল-আজহা নামাজ আদায় হয়েছে।
নওগাঁ জেলা প্রশাসক খালিদ মেহেদি হাসান বলেন, আমে প্রথম ও ধানে দ্বিতীয় কৃষি প্রধান জেলা। এ জেলার মানুষ শান্তি প্রিয়। সকল ধর্মের মানুষ মিলেমিশে উৎসব পালন করে। তিনি বলেন, চামড়া দেশের সম্পদ। সুষ্ঠুভাবে চামড়া সংরক্ষণের স্বার্থে সকল কোরবানিদাতাকে জবাইকৃত পশুর চামড়া ছাড়ানোর ৪-৫ ঘণ্টার মধ্যে নিজ উদ্যোগে লবণ লাগানোসহ পরিস্কার-পরিচ্ছন্নতার স্বার্থে কোরবানির পর বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলার আহ্বান জানান তিনি।