নওগাঁ প্রতিনিধিঃ
ঈদের দিন বোনের বাড়িতে যাওয়ার পথে ভাই শাহিন আলমের (৪০) মৃত্যু হয়েছে। নওগাঁর রাণীনগরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটে। দুর্ঘটনায় শাহিন আলমের স্ত্রী শিপন বেগম আহত হন।
রবিবার (১০ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার কুজাইল বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শাহিন আলম উপজেলার উত্তর রাজাপুর গ্রামের মো. ওসমান আলীর ছেলে। তিনি রাজশাহী গোদাগাড়ী থানায় কর্মরত ছিলেন।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, শাহিন ঈদের ছুটিতে বাড়িতে যান। ঈদের দিন বিকালে স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে করে রাণীনগর থেকে বোনের বাড়ি বান্দাইখাড়ায় যাচ্ছিলেন। কুজাইল বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সড়কে পড়ে শাহিনের মাথা থেঁতলে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় আহত শাহিনের স্ত্রী শিপন বেগমকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।