অনলাইন ডেস্ক:
সংবাদ সংস্থা রয়টার্সকে শ্রীলংকার সরকারি একটি সূত্র জানিয়েছে, বুধবার মাঝরাতে মালদ্বীপে পালিয়ে যাওয়া প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে মালদ্বীপ ছেড়ে চলে যাবেন। তার পরবর্তী গন্তব্য হলো সিঙ্গাপুর।
রয়টার্সের কাছে পরিচয় প্রকাশ না করার শর্তে ওই সূত্রটি জানায়, সিঙ্গাপুরে পৌঁছানোর পর স্পিকারের কাছে নিজেদের পদত্যাগপত্র জমা দেবেন এমন মনস্থির করেছিলেন গোতাবায়া।
গোতাবায়ার সিঙ্গাপুরে পালিয়ে যাবেন, এ বিষয়টি জানার পর সিঙ্গাপুরের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে রয়টার্স। তবে সিঙ্গাপুরের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো জবাব দেওয়া হয়নি।
এদিকে বুধবার সন্ধ্যার আগে গোতাবায় আনুষ্ঠানিক পদত্যাগ পত্র দেবেন বলে জানানো হয়। কিন্তু সেটি হয়নি। পরবর্তীতে বিরোধী দলীয় একজন নেতা বিবিসিকে জানান, বুধবার মধ্যরাতের আগেই গোতাবায়ার পদত্যাগপত্র এসে যাবে।
এদিকে গোতাবায়া রাজাপাকসে পালিয়ে যাওয়ার পর প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহেকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা করেন স্পিকার।
কিন্তু তার পদত্যাগের দাবিতেও সোচ্চার হয়েছেন সাধারণ জনগণ।
তারা বলছেন, বিক্রমাসিংহে রাজাপাকসে পরিবারের ঘনিষ্ঠ লোক। সে রাজাপাকসেদের বাঁচানোর চেষ্টা করবে।
ফলে বিক্ষোভকারীরা জানিয়েছেন, প্রধানমন্ত্রী এবং ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি রনিল বিক্রমাসিংহেকেও তার পদ ছাড়তে হবে।
শ্রীলংকার স্পিকার জানিয়েছেন, ২০ জুলাই সংসদে নতুন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু যেহেতু সংসদে রাজাপাকসের দলের সংখ্যাগরিষ্ঠতা আছে। ফলে ধারণ করা হচ্ছে বিক্রমাসিংহ স্থায়ী রাষ্ট্রপতি হতে পারেন। এটি বিক্ষোভকারীরা কোনোভাবেই মেনে নেবেন না।
এর মধ্যে প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে নতুন প্রধানমন্ত্রী নির্বাচন করতে সংসদের প্রতি অনুরোধ জানান।