অনলাইন ডেস্ক:
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম স্ত্রী ইভানা ট্রাম্প (৭৩) মারা গেছেন।
স্থানীয় সময় বৃহস্পতিবার ম্যানহাটনে তার নিজ বাড়িতেই মৃত্যুবরণ করেন তিনি।
নিউইয়র্ক পুলিশ বিভাগ জানিয়েছে, ইভানা ট্রাম্পের মৃত্যুর পেছনে কোনো অস্বাভাকিতা পাওয়া যায়নি। একটি জরুরি নম্বরে ফোন পেয়ে পুলিশ তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে।
নিজের প্রতিষ্ঠিত সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে নিজেই ইভানার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ট্রাম্প।
ট্রাম্প লিখেন, ইভানা একজন চমৎকার, সুন্দর ও বিস্ময়কর নারী ছিলেন। তিনি একটি মহৎ ও অনুপ্রেরণামূলক জীবন কাটিয়ে গেছেন।
উল্লেখ্য, ডোনাল্ড ট্রাম্প ১৯৭৭ সালে চেক রিপাবলিকের মডেল ইভানাকে প্রথম বিয়ে করেন। এর ১৫ বছর পর ১৯৯২ সালে তাদের বিচ্ছেদ ঘটে। তাদের রয়েছে তিন সন্তান- ডোনাল্ড জুনিয়র, ইভাঙ্কা ও ইরিক ট্রাম্প।