ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ
শুক্রবার(১৫ জুলাই) তীব্র তাপদাহ ও প্রখর রৌদ্রকে উপেক্ষা করে হাজার হাজার মুসলিম জনতা জুম্মার নামাজের পর বেলা আড়াইটায় ”রেসালাত সংরক্ষণ পরিষদ” এর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলটি ঠাকুরগাঁও শহরের প্রাণকেন্দ্র চৌরাস্তা থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঠাকুরগাঁও প্রেসক্লাবে গিয়ে শেষ হয় ।
বিক্ষোভ মিছিল শেষে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন মাওলানা মাহফুজুর রহমান, আহবায়ক রেসালাত সংরক্ষণ পরিষদ, ঠাকুরগাঁও শাখা। প্রতিবাদ সভায় সকল বক্ততারা নির্মল কর্মকারের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড কামনা করেন।
মাওলানা মুফতি শহীদুল ইসলাম কাদেরী বলেন, বার বার আমার রাসুল ( সাঃ) কে নিয়ে কিছু নুপুর শর্মারা কুরুচিপূর্ণ মন্তব্য করায় তার সঠিক বিচার না হওয়ায় আজ এ অবস্থা। তাই আমরা নির্মল কর্মকারের ফাঁসি চাই।
ঘটনার বিবরণ, গত ৬ জুলাই সদরের শিবগঞ্জ বাজারে চায়ের দোকানে নির্মল কর্মকার আখেরাতের কান্ডারি নবী করীম (সাঃ) কে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় ৫৪ ধারায় গ্রেফতার হয়। পরবর্তীতে আদালতে মামলা রজ্জু হলে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়। বিক্ষোভ সমাবেশে সভাপতি তার সমাপনী বক্তব্যে বলেন, নির্মল কর্মকারের দৃষ্টান্তমূলক শাস্তি মৃত্যুদন্ড চাই, এর ব্যতিক্রম হলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। তিনি আরও বলেন, নির্মল কর্মকারকে দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার করায় প্রশাসনকে ধন্যবাদ জানাই। এছাড়া আরও বক্তব্য রাখেন, মাওলানা রেজাউল করিম, মাওলানা খলিলুল্লাহ, মাওলানা জামালউদ্দীন, মোশাররফ হোসেন, আব্দুল মুকিত প্রমূখ।