সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ ২:৫৭ অপরাহ্ণ
সর্বশেষ সংবাদঃ

ঘোড়াঘাট থানার পাশে দিনের বেলা দুঃসাহসিক চুরি!

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের ঘোড়াঘাট থানা কম্পাউন্ড থেকে ২০০ গজ দুরে প্রকাশ্য দিনের বেলায় এক শিক্ষকের বাড়িতে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। চোর দল বাড়ির তালা ভেঙ্গে একটি মোটরসাইকেল সহ প্রায় ৫ লক্ষ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে ।

 

পরিবার নিয়ে বাড়ির মালিক বিয়ে খেতে যাওয়ায় পুরো বাড়ি ফাঁকা থাকার সুযোগকে কাজে লাগিয়ে চোরেরা এই চুরি সংঘটিত করেছে।

 

ঘোড়াঘাট থানা কম্পাউন্ড থেকে ২০০ গজ দুরে ঘোড়াঘাট পৌরসভার কাজিপাড়া-বাগানবাড়ি এলাকার স্কুল শিক্ষক আবু তাহের মোহাম্মদ মুরাদ এর বাড়িতে ১২ জুলাই মঙ্গলবার দুপুরে এই দুঃসাহসিক চুরি সংঘটিত হয়।

স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে ওই স্কুল তার পুরো পরিবার নিয়ে নওগাঁতে গিয়েছিল একটি বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হতে। একইদিন দুপুরে তার নিকট আত্মীয় ইমামুল মোরসালিন জুইস নামের এক যুবক দেখে ওই বাড়ির দরজা খোলা। পরে সে বাড়ির ভিতরে প্রবেশ করে দেখে ঘরের দরজা ও আলমারি ভাঙ্গা এবং জিনিসপত্র তছনছ করা। পরে সে মুঠোফোনে বিষয়টি ওই স্কুল শিক্ষককে জানান।

 

চুরি যাওয়ার খবর শুনে বাড়িতে ফিরে মঙ্গলবার রাতেই ঘোড়াঘাট থানায় অজ্ঞাতনামা চোরদের বিরুদ্ধে অভিযোগ দেন ভূক্তভোগী স্কুল শিক্ষক মুরাদ। অভিযোগ থেকে জানা যায়, তার বাড়ির দেয়ার টপকিয়ে ঘরের জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে চোরেরা। পরে আলমারির তালা ভেঙ্গে ৩ ভরি স্বর্ণলংকার এবং নগদ ৫০ হাজার টাকা চুরি করে চোরদল। এছাড়াও চোরেরা তার বাড়ির মূল ফটকের গেটের তালা ভেঙ্গে বাড়িতে থাকা তার ব্যবহারিত একটি ডিসকভার মোটরসাইকেল নিয়ে যায়।

 

স্কুল শিক্ষক আবু তাহের মোহাম্মদ মুরাদ বলেন, আমি সকাল বেলা আমার পরিবার নিয়ে আমার এক আত্মীয় বাড়িতে গিয়েছিলাম । সেখানে বিয়ের অনুষ্ঠান ছিল। বাড়িতে কেউ না থাকায় চোরেরা আমার বাড়িতে প্রবেশ করেছিল। তারা আমার বাড়ি থেকে নগদ টাকা ও মোটরসাইকেল সহ প্রায় ৫ লক্ষ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে।

 

ঘোড়াঘাট থানার ্অফিসার ইনচার্জ (ওসি) আবু হাসান কবির বলেন, মঙ্গলবার বিকেলে ভূক্তভোগী ব্যক্তির শ্যালক থানায় এসে বিষয়টি জানান। সাথে সাথে আমরা ঘটনাস্থলে যাই এবং প্রয়োজনীয় কার্যক্রম শুরু করি। পরে রাত ১১টায় ভূক্তভোগী স্কুল শিক্ষক থানায় এসে অজ্ঞাতনামাদের বিরুদ্ধে একটি অভিযোগ দিয়েছেন।

 

তিনি আরো বলেন, আমরা সন্দেহভাজন বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করেছি। চোরদেরকে শনাক্তে আমাদের সব ধরনের কার্যক্রম চলমান আছে। আশা করছি অতি তাড়াতাড়ি চোরদেরকে আমরা শনাক্ত করতে পারব।

 

Check Also

নওগাঁ এডুকেশন ফাউন্ডেশনের শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি: বেসরকারী কিন্ডারগার্টেন স্কুল ও মাদ্রাসা শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষে নওগাঁ এডুকেশন ফাউন্ডেশনের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *