সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ ১২:২১ পূর্বাহ্ণ
সর্বশেষ সংবাদঃ

শেরপুরে আশ্রয়ন প্রকল্পের ঘর হস্তান্তর বিষয়ে প্রেস ব্রিফিং

শেরপুর( বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার শেরপুরে ভূমিহীন ও গৃহহীনদের জন্য নির্মিত প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের ঘর নিয়ে প্রেস ব্রিফিং করেছেন উপজেলা নির্বাহী অফিসার ময়নুল ইসলাম।

২০ জুলাই বুধবার সকাল ১১টায় উপজেলা হলরুমে প্রেস ব্রিফিং অনুষ্ঠানে ইউএনও জানান, আগামি ২১ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশের ভূমিহীন ও গৃহহীনদের জন্য ভিডিও কনফারেন্স এর মাধ্যমে উপকার ভোগীদের নিকট জমি সহ ঘর উদ্বোধন করবেন।

এদিন শেরপুর উপজেলার কুসুম্বি ইউনিয়নে বাশবাড়িয়া ৬টি, বিশালপুর ইউনিয়নে সাবাড়িয়া ৬টি, তেতুলিয়া-২টি, কলোনি-১টি, বুলাকী-৩টি, নাইশিমুল-১টি এবং মির্জাপুর ইউনিয়নের ভাঁদড়া ২৬টি ঘর সহ আশ্রয়ন প্রকল্প-২ এর ৩য় পর্যায়ের মোট ৪৫ টি পরিবারের জন্য নির্মিত ঘরের চাবি ও জমির দলিল উপকারভোগীদের মাঝে হস্তান্তর করা হবে। প্রতিটি ঘরের নির্মাণ ব্যয় ধরা হয়েছে ২ লক্ষ ৫৯ হাজার ৫৯৯ টাকা পরিবহন প্রায় ৫ হাজার টাকা।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহজামাল সিরাজী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবরিনা শারমিন, প্রকল্প বাস্তবায়ন র্কমর্কতা শামসুন্নাহার শিউলি, ভবানীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, শাহ বন্দেগী ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম, সুঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান জিন্নাহ, খামারকান্দি ইউনিয়নের চেয়ারারম্যান আব্দুল মোমিন গাড়িদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তবিবর রহমান উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি সাইফুল বারী ডাবলু। এছাড়াও উপস্থতি ছিলেন শেরপুর প্রেসক্লাবের সভাপতি নিমাই ঘোষ, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান,সবুজ চৌধুরী, শফিকুল শরীফ, দীপক কুমার সরকার, আবদুল ওয়াদুদ, শেরপুর অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জাহের,প্রমুখ।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন সূত্রে জানা যায়, প্রথম পর্যায়ে ১৬৩, দ্বিতীয় পর্যায়ে ১৭ টি ও তৃতীয় পর্যায়ে ১৪৫টি। এর মধ্যে তৃতীয় পর্যায়ের প্রথম ধাপে ১০০টি, দ্বিতীয় ধাপে ৪৫ টি উপহার দেওয়া হচ্ছে।

Check Also

নওগাঁ এডুকেশন ফাউন্ডেশনের শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি: বেসরকারী কিন্ডারগার্টেন স্কুল ও মাদ্রাসা শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষে নওগাঁ এডুকেশন ফাউন্ডেশনের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *