নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর মহাদেবপুরে শিউলী আকতার (৩০) নামে এক গৃহবধূ খুন হয়েছেন। তিনি জেলার সাপাহার উপজেলা সদরের গোলচত্ত্বর এলাকার বকুল হোসেনের ছেলে আল আমিনের স্ত্রী ও পত্নীতলা উপজেলার খিরসীন গ্রামের হযরত আলীর মেয়ে। তাদের আড়াই বছর বয়সের একটি মেয়ে রয়েছে। বৃহস্পতিবার (২১ জুলাই) সন্ধ্যায় থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে শুক্রবার সকালে ময়না তদন্তের জন্য নওগাঁ হাসপাতাল মর্গে পাঠায়। ঘটনার পর থেকে তার স্বামী আল আমিন পলাতক রয়েছে।
স্থানীয়রা জানান, আল আমিন শিউলীক নিয়ে এক সপ্তাহ আগে মহাদেবপুর উপজেলা সদরের কাচারীপাড়ায় ভূমি অফিসের পাশে আত্রাই নদীর বাঁধ সংলগ্ন রবিউল আলম লিটনের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস শুরু করে মহাদেবপুর বাজারের বিভিন্ন টেইলার্সে দর্জির কাজ করে আসছিল।
বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে বাড়ির ভিতর তাদের মেয়ের কান্না শুনে প্রতিবেশীরা গিয়ে ঘরের দরজা তালাবদ্ধ দেখতে পান। তাদের ডাকাডাকিতেও দরজা না খোলায় তাদের সন্দেহ হলে থানা পুলিশে খবর দেন। পুলিশ তালা ভেঙ্গে ভিতরে ঢুকে খাটের উপর শিউলীর মরদেহ দেখতে পায়। পাশেই তাদের শিশুটি কাঁদছিল। প্রাথমিকভাবে ধারনা করা হয় যে বালিশ চাপা দিয়ে শিউলীকে হত্যা করে হত্যাকারী ঘরে তালা দিয়ে পালিয়ে যায়।
মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ আজম উদ্দিন মহামুদ জানান, এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।