সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ ১২:৪৭ অপরাহ্ণ
সর্বশেষ সংবাদঃ

ঘোড়াঘাটে বাড়ছে সড়ক দুর্ঘটনা, ছয়মাসে তিনজনের প্রাণহানি আহত ২৭

আজিজার রহমান, ঘোড়াঘাট , দিনাজপুরঃ

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় প্রতিনিয়ত বাড়ছে সড়ক দুর্ঘটনা। হচ্ছে মর্মান্তিক প্রাণহানি। উপজেলাটিতে প্রতি মাসে গড়ে একটি করে ছোট বড় সড়ক দুর্ঘটনা ঘটছে। মানুষের চাহিদার সাথে পাল্লা দিয়ে প্রতিনিয়ন উন্নতি হচ্ছে দিনাজপুর সহ সারা দেশের সড়ক ও জনপদ গুলোর। তবে জনগণের অসচেতনতা এবং চালকদের অনিয়ন্ত্রিত গতি সহ নানা কারণে প্রতিনিয়ন ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনা ঘটছে বলে দাবি সচেতন নাগরিকদের।

রাজধানী ঢাকা থেকে উত্তরাঞ্চলের বৃহত্তর জেলা দিনাজপুর সহ ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলায় যাতায়াতের অন্যতম প্রধান রুট দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়ক। এই সড়কটির ১৯ কিলোমিটার অতিক্রম করেছে ঘোড়াঘাট উপজেলার উপর দিয়ে। ঘোড়াঘাট থানা পুলিশ এবং ফায়ার সার্ভিস স্টেশনের তথ্য বলছে, গত জানুয়ারী থেকে চলতি মাস পর্যন্ত এই উপজেলার উপর দিয়ে যাওয়া মহাসড়কটিতে ছোট-বড় ৯টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে মারা গেছে ৩ জন এবং আহত হয়েছে প্রায় ২৭ জন।

এছাড়াও সড়ক দুর্ঘটনার ঘটনায় সড়ক নিয়ন্ত্রন আইনে ঘোড়াঘাট থানায় পৃথক ৩টি মামলা হয়েছে। তারমধ্যে সবচেয়ে বড় দূর্ঘটনা ঘটেছে গত জুন মাসের ১০ তারিখ সন্ধায়। ওইদিন দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের হিলিমোড় এলাকায় মিনি পিকআপ ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের চালক স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপ সহকারী প্রকৌশলী নিহত হয়। এতে অনিয়ন্ত্রিত গতিতে থাকা পিকআপটি রাস্তার পাশে জমিতে উল্টে যায় এবং সেখানে থাকা ১৮ জন মিল শ্রমিক আহত হয়।

সর্বশেষ গত শুক্রবার ভোরে এই মহাসড়কের বিরাহীমপুর-গুচ্ছগ্রাম এলাকায় একটি সড়ক দূর্ঘটনা ঘটে। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ৬৭ বছর এক বৃদ্ধা নারী নিহত হয়।

ঘোড়াঘাট ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন ইনচার্জ নিরঞ্জন সরকার জানান, ঘটে যাওয়া এসব দূর্ঘনার মধ্যে অধিকাংশই মোটরসাইকেল দূর্ঘটনা। আহত অধিকাংশই তরুন প্রজন্মের। মোটরসাইকেল নিয়ে বন্ধুদের সাথে পাল্লাপাল্লি খেলা এবং ট্রাফিক আইন মেনে না চলায় প্রতিনিয়ত এই মহাসড়কে দুর্ঘটনা বৃদ্ধি পাচ্ছে। জনগণের অসচেতনতাও এসব দূর্ঘনার অন্যতম কারণ।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান বলেন, সড়ক দূর্ঘটনা রোধে পুলিশ সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী আমরা বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছি। এরমধ্যে অন্যতম মোটরসাইকেল চালকদের শতভাগ মেলমেট পরিধান নিশ্চিত করা। সড়ক গুলোতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। হেলমেট ছাড়া মোটরসাইকেল চালালে চালকদেরকে জরিমানা করা হচ্ছে।

নিরাপদ সড়ক চাই (নিসচা) এর দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক হারুনুর রশিদ বলেন, সড়ক দূঘটনা একক কারণে হয় না। আইন আছে আইন না মানা প্রবণতা, অবকাঠামো গত উন্নয়নে ঘাততি এবং সড়ক সংশ্লিষ্ট শিক্ষার অভার সহ বেশ কয়েকটি কারণে সড়ক দুঘর্টনা গুলো ঘটছে। গবেষণাতে এসব বিষয় উঠে এসেছে। এছাড়াও সামাজিক অবক্ষয়ের কারণে তরুন ও যুবসমাজ সড়ক দুর্ঘটনার শিকার হচ্ছে।

Check Also

নওগাঁ এডুকেশন ফাউন্ডেশনের শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি: বেসরকারী কিন্ডারগার্টেন স্কুল ও মাদ্রাসা শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষে নওগাঁ এডুকেশন ফাউন্ডেশনের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *