অনলাইন ডেস্ক:
আগামী ২০২৪ সালের সেপ্টেম্বর-অক্টোবরে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করবে বাংলাদেশ। এতে অংশ নেবে মোট ১০টি দল। আসরে ম্যাচ হবে ২৩টি।
মঙ্গলবার এই সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। ইংল্যান্ডের বার্মিংহামে চলমান বার্ষিক বোর্ড সভায় এ সিদ্ধান্ত হয়েছে।
এছাড়া ২০২৫ সালে নারীদের ওয়ানডে বিশ্বকাপ হবে ভারতে। ইংল্যান্ড থাকবে ২০২৬ সালে অনুষ্ঠেয় মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের স্বাগতিক দেশ। শ্রীলঙ্কা যদি বাছাইপর্বের বাধা পেরিয়ে চূড়ান্ত পর্বে জায়গা করে নিতে পারে, তাহলে ২০২৭ সালে সেখানে আয়োজিত হবে নারীদের চ্যাম্পিয়ন্স ট্রফি।
প্রসঙ্গত, এর আগে ২০১৪ সালে একসঙ্গে নারী-পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল দেশে।