নওগাঁ প্রতিনিধি:
নওগাঁয় সপ্তাহব্যাপী বৃক্ষমেলা উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ জুলাই) সকাল ১০টায় জেলা প্রশাসনের সহযোগিতায় বন বিভাগ শহরের মুক্তির মোড়ে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ চত্বরে এর আয়োজন করে।
জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম মোহাম্মদ শাহনেওয়াজ ও জেলা প্রেসক্লাবের সভাপতি কায়েস উদ্দিন এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সামাজিক বন বিভাগ রাজশাহীর বিভাগীয় বন কর্মকর্তা রফিকুজ্জামান শাহ এতে সভাপতিত্ব করেন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নওগাঁর সহকারী বন সংরক্ষক মেহেদীজ্জামান, জেলা নার্সারী মালিক সমিতির পক্ষে মোস্তাক আহম্মেদ প্রমুখ।
এরআগে কৃষ্ণধন সরকারি উচ্চ বিদ্যালয় চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
“বৃক্ষপ্রাণে প্রকৃতি পরিবেশ, আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মেলায় বন বিভাগ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষসহ ব্যক্তিগত ও বেসরকারী উন্নয়ন সংগঠন সমূহের ৪০টি ষ্টলে অসংখ্য ফলদ, বনজ ও ওষুধী গাছের চারার সমাহার ঘটে।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা পর্যায়ের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, শিক্ষার্থী, নার্সারী মালিক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।