নিজস্ব প্রতিবেদক, বগুড়া:
বিদ্যুৎ খাতে সীমাহীন দুর্নীতি, অনিয়ম ও লোডশেডিং এর প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া জেলা পূর্ব শাখা।
শনিবার (৩০) জুলাই সকালে বগুড়া শহরের বনানী বাসষ্ট্যাণ্ড এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
এরপর ঢাকা বগুড়া মহাসড়ক অবরোধ করে সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় প্রায় দশ মিনিট যান চলাচল বন্ধ থাকায় যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে আসলে সমাবেশ পণ্ড হয় এবং যান চলাচল স্বাভাবিক হয়।
সমাবেশে জামায়াত নেতৃবৃন্দ বলেন, বর্তমান সরকার বিদ্যুৎ খাতে সীমাহীন দূর্ণীতি করেছে। বিদ্যুৎ ঘাটতিতে লোডশেডিং চরম আকার ধারন করেছে। যার ফলে শিল্প কারখানা বন্ধ হওয়ার উপক্রম হয়েছে এবং সাধারণ মানুষ দুর্ভোগে পড়েছে। সকল খাতে সরকারের নেতা কর্মীদের দূর্ণীতির ফলে দেশ আজ তলা বিহীন ঝুরিতে পরিণত হয়েছে। দূর্বার আন্দোলনের মাধ্যমে অবিলম্বে দূর্ণীতিবাজ এই অবৈধ সরকারের পতন ঘটানো হবে বলে হুশিয়ারি উচ্চারণ করেন জামায়াত নেতৃবৃন্দ।