সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ ১২:৩৩ পূর্বাহ্ণ
সর্বশেষ সংবাদঃ

শেরপুরে সড়ক দূর্ঘটনায় দিন মজুর নিহত

শেরপুর (বগুড়া ) প্রতিনিধি:

বগুড়ার শেরপুরে কাজ শেষে বাড়ী ফেরার পথে মহাসড়কে ট্রাকের ধাক্কায় দিন মজুরির মৃত্যু হয়েছে।

৩০ জুলাই শনিবার বিকেল পৌনে ৫টায় উপজেলার হামছায়াপুর এলাকার ঢাকা বগুড়া মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে।

জানা যায়, প্রতিদিন দিনমজুরির জন্য রাস্তা দিয়ে হেটে কাজের উদ্দেশ্য বাড়ি থেকে বেড় হতো। প্রতিদিনের ন্যায় ৩০ জুলাই শনিবার বাড়ি থেকে বের হয়। কাজ শেষে বাড়ি ফেরা পথে হামছায়াপুর ঢাকা বয়লার এলাকায় মহসড়কের পাশ দিয়ে হেটে যাওয়ার সময় ঢাকা গামী ঢাকা মেট্রো ট-১৮-২৫৬০ গাড়িটি ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

শেরপুর ফায়ার সার্ভিস কর্মীরা এসে লাশটি উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে লাশটি পুলিশ হেফাজতে রয়েছে।

শেরপুর হাইওয়ে পুলিশের ইনচার্জ একে এম বানিউল আনাম জানান, ট্রাকটি আটক করা হলেও ড্রাইভার হেলপার পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। এ রিপোর্ট লেখা পর্যন্ত পরিচয় পাওয়া যায়নি।

Check Also

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘোষণা!

অনলাইন ডেস্ক: নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন জেসিন্ডা আরডার্ন। ঘোষণাটি নিয়ে যে বিস্তর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *