শেরপুর(বগুড়া)প্রতিনিধিঃ
বগুড়া শেরপুরে রোপা আমন ধানচাষে ব্যাস্ত সময় পার করছেন কৃষক । শ্রাবনের শেষে বৃষ্টিতে জমি তৈরী,বীজতলা থেকে চারা সংগ্রহ ও জমিতে ধান রোপনে ব্যাস্ত এই উপজেলার কৃষকরা । প্রকৃতির উপর নির্ভর করে বর্ষা মৌসুমে বৃষ্টির পানিতে এই অঞ্চলের কৃষকরা রোপা আমন ধান চাষ করে থাকেন।
জানা যায়, আষাঢ়ের শেষে শ্রাবণের প্রথম থেকে রোপা আমন ধানের চাষ শুরু হলেও এ বছর মৌসুমের শুরু থেকে কাঙ্ক্ষিত বৃষ্টিপাত না হওয়ায় ধান চাষের পূর্ব প্রস্তুতি হিসেবে বীজতলা তৈরি করতে পারেনি এখানকার কৃষক। ফলে এবছর রোপা আমন চাষে অনেকটা বিলম্ব হয়েছে বলে জানিয়েছেন তারা।
সরেজমিনে উপজেলার বিভিন্ন এলাকায় মাঠ ঘুরে দেখা যায়, দেড়ি হলেও মাঠ জুড়ে চলছে রোপা আমন ধান রোপনের প্রতিযোগিতা। কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায় কাঙ্ক্ষিত বৃষ্টিপাত না হওয়ায় রোপা আমন ধান চাষ নিয়ে তারা দুশ্চিন্তায় ছিলেন, কিন্তু কয়েক দিনের বৃষ্টিতে তাদের মধ্য স্বস্তি ফিরে আসে।
উপজেলার খামারকান্দি,ঘোড়দৌড়, গাড়িদহ,গোপালপুর,সহ বিভিন্ন এলাকার কৃষকদের সাথে কথাবলে জানাযায়, এবছর মৌসুমের শুরুতে বৃষ্টি না হওয়ায় জমিতে চারা রোপন নিয়ে দুশ্চিন্তায় ছিলাম কিন্তু কয়েকদিন ধরে বৃষ্টি হওয়ার ফলে জমি চাষ শুরু করেছি।
শেরপুর উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা যায়, এবছর শেরপুর উপজেলার ১০টি ইউনিয়নে ২২ হাজার ৪০০ হেক্টর জমিতে রোপা আমন ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
এ ব্যাপারে উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোছাঃ জান্নাতুল ফেরদৌস বগুড়া ভয়েসকে জানান, ধান রোপনে দেড়ি হলেও এখন আশানুরুপ বৃষ্টি হচ্ছে। তাই নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জিত হবে বলে তিনি আশাবাদ ব্যাক্ত করেন।