সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ ১২:২৮ পূর্বাহ্ণ
সর্বশেষ সংবাদঃ

শেরপুরে ৩ ছিনতাইকারী গ্রেফতার


শেরপুর (বগুড়া)প্রতিনিধ:

বগুড়ার শেরপুরে ঘোষপাড়ায় রিক্সাচালককে চাকু ঠেকিয়ে নগদ অর্থ সহ মোবাইল ছিনতাই ঘটনার ২৪ ঘন্টার মধ্যে ছিনতাইকারী চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে শেরপুর থানা পুলিশ। এসময় ছিনতাই কৃত টাকা, মোবাইল ও ছিনতাই কাজে ব্যবহৃত ৩ টি চাকু উদ্ধার করা হয়।

গত ৩০ জুলাই রাত ৯ টার দিকে শেরপুর পৌরশহরের ঘোষপাড়া এলাকায় এ ছিনতায়ের ঘটনা ঘটে।

শেরপুর থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ আতাউর রহমান খোন্দকারের নির্দেশে এস আই ছাম্মাক হোসেন, এএসআই হারুন, এটিএসআই হেলাল সঙ্গীয় ফোর্সের একটি টীম এই অভিযান পরিচালনা করেন।

আটককৃতরা হলো, শেরপুর উপজেলার শেরুয়া বটতলা গ্রামের রাজু আহমেদ এর ছেলে সাজ্জাদ হোসেন প্লাবন (২৪), নওদা পাড়া গ্রামের নুর শেখের ছেলে আকাশ ওরফে খলিল (১৯), পশ্চিম দত্তপাড়া গ্রামের ফজলু পোদ্দার এর ছেলে রাকিবুল ইসলাম রাব্বি (২২)।

এ প্রসঙ্গে জানতে চাইলে শেরপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আতাউর রহমান খন্দকার বলেন, বাদীর অভিযোগের ভিত্তিতে ৩ ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে এবং অপরাধী যেই হোক, কোন ছাড় নয়। তাকে আইনের মুখোমুখি করা হবে।

Check Also

নওগাঁ এডুকেশন ফাউন্ডেশনের শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি: বেসরকারী কিন্ডারগার্টেন স্কুল ও মাদ্রাসা শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষে নওগাঁ এডুকেশন ফাউন্ডেশনের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *