মোঃ মামুন অর-রশীদ, ঠাকুরগাঁও থেকেঃ
টানা খরা ও দাবদাহে ঠাকুরগাঁওয়ের কৃষক যখন দিশেহারা তখন শ্রাবণের ভারি ধারায় কৃষকের চোখে মুখে আনন্দের হাসি। গত ৪৮ ঘন্টায় বৃষ্টিপাত হয় ৪৯.৪ মিলিমিটার। এ বৃষ্টিপাতে কৃষাণ-কৃষাণীরা ব্যস্ত সময় কাটাচ্ছেন আমন ধানের রোয়া লাগাতে। একটুকু ফুরসত নেই।
জেলায় ১,৩৭,৩৫০ হেক্টর জমিতে আমন ধানের আবাদের লক্ষ্যমাত্রা ধার্য্য করা হয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ঠাকুরগাঁও জেলার উপ-পরিচালক আবু হোসেন মুঠোফোনে বলেন, (মঙ্গলবার) পর্যন্ত মোট ১,২৩,৬১৫ হেক্টর জমিতে আমন ধানের রোয়া লাগানো হয়েছে অর্থাৎ ৯০% এর অধিক জমিতে রোয়া লাগানো সম্ভব হয়েছে।
তিনি আরও বলেন, আগামী কয়েক দিনের মধ্যে অবশিষ্ট জমি আবাদের আওতায় আসবে। কৃষকেরা মনে করেন সার সরবরাহ ঠিক থাকলে বিলম্বিত হলেও আমনের ফলন ভালো হবে।