ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:
ঠাকুরগাঁও সদরের মুন্সিপাড়া (ডিসি বস্তি) এলাকায় এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে রিক্সাচালক মোস্তফা (৪০) কে আটক করেছে পুলিশ। শনিবার বিকেলে শিশুটিকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঠাকুরগাঁও সদর মুন্সিপাড়া (ডিসি বস্তির) গ্রামের শিশুর মা-বাবা জানান, আমার ৩ বছরের শিশুটিকে ডেকে নিয়ে কোলে করে আদর করতে করতে রিক্সা চালক তার ঘরে নিয়ে যায়। লোকটি পরে ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করছিল। আমি জানতে পেরে মেয়েটিকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল নিয়ে যাই এবং চিকিৎসার জন্য ভর্তি করি। এলাকাবাসির মাঝে জানাজানি হলে পুলিশকে খবর দেয়,পুলিশ ঘটনাস্থলে গিয়ে হাতেনাতে অভিযুক্ত ধর্ষণের চেষ্টাকারী মোস্তফাকে আটক করে থানায় নিয়ে যায়।