সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ ১২:৩১ পূর্বাহ্ণ
সর্বশেষ সংবাদঃ

শেরপুরে ৬০০ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক

শেরপুর (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার শেরপুরে ৬শ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোহাম্মদ মুন্না (৩৪) নামের এক যুবককে মঙ্গলবার সকাল ১০টায় সীমাবাড়ী ইউনিয়নের ধুনকুন্ডি এলাকা থেকে আটক করেছে শেরপুর থানা পুলিশ। আটক কৃত যুবক সিরাজগঞ্জ জেলার কামারখন্দ থানার ভদ্রঘাট গ্রামের আব্দুল সরকারের ছেলে।
মঙ্গলবার (৯ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করে শেরপুর থানা অফিসার ইনচার্জ আতাউর রহমান খোন্দকার জানান, মোহাম্মদ মুন্না দীর্ঘদিন ধরে বিভিন্ন জেলায় মাদক সরবরাহ করে আসছিল। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার ভোর রাতে শেরপুর উপজেলার সীমাবাড়ী ইউনিয়নের ধনকুন্ডি এলাকায় মাদক বিক্রয় করতে আসে।এসময় অভিযান পরিচালনা করে তাকে আটক করে তার নিকট হতে ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ বিষয়ে শেরপুর থানা অফিসার ইনচার্জ আতাউর রহমান খোন্দকার জানান, তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

Check Also

নওগাঁ এডুকেশন ফাউন্ডেশনের শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি: বেসরকারী কিন্ডারগার্টেন স্কুল ও মাদ্রাসা শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষে নওগাঁ এডুকেশন ফাউন্ডেশনের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *