সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ ১২:৩১ পূর্বাহ্ণ
সর্বশেষ সংবাদঃ

লালপুরে সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটলের ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকী পালিত

সালাহ উদ্দিন, লালপুর (নাটোর) থেকে :
নাটোরের লালপুরে সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী মরহুম ফজলুর রহমান পটলের ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্বরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হযেছে ।
বৃহস্পতিবার (১১ আগষ্ট ) মরহুম ফজলুর রহমান পটলের লালপুরের গৌরিপুরের বাসভবনে ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকী উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
দোয়া ও আলোচনা সভায় উপজেলা বিএনপির আহবায়ক ডা. ইয়াসিন আরশাদ (রাজন) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বি.এন.পি’র চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব । প্রধান আলোচক সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটলের সহধর্মিনী ও নাটোর জেলা বি.এন.পির সদস্য অধ্যক্ষ (অবঃ) কামরুন্নার শিরিন , বিশেষ অতিথি ছিলেন নাটোর জেলা বি.এন.পির আহবায়ক আমিনুল হক , সদস্য সচিব রহিম নেওয়াজ , সদস্য শহিদুল ইসলাম (বাচ্চু) বাগাতিপাড়া উপজেলা বিএনপির আহবায়ক মোশারফ হোসেন , গোপালপুর পৌরসভার সাবেক মেয়র নজরুল ইসলাম মোলাম, নাটোর জেলা যুবদলে সভাপতি এ. হাই তালুকদার (ডালিম) , সাবেক উপজেলা চেয়ারম্যান ও বাগাতিপাড়া উপজেলা বিএনপির সদস্য সচিব হাফিজুর রহমান, বিলমাড়ীয়া ইউপির চেয়ারম্যান অধ্যাপক সিদ্দিক আলী মিষ্টু প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও লালপুর উপজেলার বি.এন.পির সদস্য সচিব হারুনর রশীদ পাপ্পু।
ফজলুর রহমান পটল ১৯৪৯ সালে ২৪ এপ্রিল নাটোরের লালপুর উপজেলার গৌরিপুর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলমি পরিবারে জন্ম গ্রহন করেন। তার বাবার নাম মরহুম আরশাদ আলী এবং মাতার নাম মরহুম ফজিলাতুন নেছা। ৫ ভাই ও ১ বোনের পরিবারে তিনিই ছিলেন সবার বড়। গৌরিপুরে প্রাথমিক ও গৌরিপুর উচ্চ বিদ্যালয় হতে ৮ম শ্রেণি পর্যন্ত পড়াশুনা করে পাবনাতে গিয়ে পড়াশুনা শুরু করেন। সেখানে স্থানীয় একটি বিদ্যালয় থেকে মেট্রিক পাস করেন এবং পাবনা এডওয়ার্ড কলেজ থেকে উচ্চ মাধ্যামিক পাস করেন। এর পর তিনি ভর্তি হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। সেখানে তিনি পরিসংখ্যান বিষয়ে পড়াশুনা করেন।। ছাত্র জীবন থেকেই তিনি ছাত্র রাজনীতির সাথে যুক্ত ছিলেন। তবে রাজনৈতি উত্থান বিশ্ববিদ্যালয় থেকে।১৯৭৩ সালে ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে আওয়ামী ছাত্রলীগের প্যানেল থেকে সহসভাপতি (ভিপি) নির্বাচিত হন। ১৯৭৮ সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে বিএনপির রাজনীতিতে যুক্ত হন। ফজলুর রহমান পটল নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসন থেকে চারবার সাংসদ নির্বাচিত হন। তিনি ১৯৯১-১৯৯৩ পর্যন্ত যোগাযোগ প্রতিমন্ত্রী, ১৯৯৩-১৯৯৬ পর্যন্ত সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ও ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ২০০১-০৬ বিএনপি-জামায়াত জোট সরকারে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ছিলেন। তিনি বিএনপির প্রচার সম্পাদক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। এর পর তিনি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা হিসেবে আমৃত্যু দায়িত্ব পালন করেন। তিনি নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসন থেকে বিএনপি’র প্রার্থী হিসেবে চারবার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি জীবনের শেষ সময়ে বেশ কয়েক বছর ধরে কিডনির জটিল রোগে ভুগছিলেন। তিনি দেশে বিদেশে চিকৎসা নিয়েছেন। সর্বশেষ তিনি চিকিৎসার জন্য কলকাতা যান। সেখানে রবীন্দ্র হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২০১৬ সালের ১১ আগস্ট মৃত্যু বরণ করেন।

Check Also

নওগাঁ এডুকেশন ফাউন্ডেশনের শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি: বেসরকারী কিন্ডারগার্টেন স্কুল ও মাদ্রাসা শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষে নওগাঁ এডুকেশন ফাউন্ডেশনের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *