রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ ১১:১৯ অপরাহ্ণ
সর্বশেষ সংবাদঃ

ঠাকুরগাঁওয়ে ট্রাকের ধাক্কায় হেলপার নিহত

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় চালকের সহকারী নিহত হয়েছেন। সোমবার রাত সাড়ে ১২টার দিকে শহরের টার্মিনালের সামনে এ দূর্ঘটনা ঘটে। নিহত রবিউল ইসলাম (২০) গোপালগঞ্জের মকসুদপুরের সিদ্দিক ফকিরের ছেলে বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, দিনাজপুর থেকে পঞ্চগড়ের উদ্দেশ্যে দ্রুতগতীতে ছেড়ে আসে একটি ট্রাক। এ সময় শহরের টার্মিনালে পৌঁছালে দ্রুতগামী ট্রাকটি সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাকটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। তাৎক্ষণিক স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা এগিয়ে এসে চালকের সহকারীকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন।

Check Also

নওগাঁ এডুকেশন ফাউন্ডেশনের শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি: বেসরকারী কিন্ডারগার্টেন স্কুল ও মাদ্রাসা শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষে নওগাঁ এডুকেশন ফাউন্ডেশনের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *