সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ ১২:৫৯ পূর্বাহ্ণ
সর্বশেষ সংবাদঃ

শেরপুরে কোচ চাপায় ২জন নিহত


শেরপুর (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়ার শেরপুরে মহাসড়কে শাহবন্দেগি ইউনিয়নের হামছায়াপুর নামক স্থানে বেপরোয়া গতির হানিফ কোচের চাপায় মোটরসাইকেল যাত্রী দুই জন ও সিএনজি যাত্রী চারজন গুরুতর আহত হয়েছে। এ ঘটনায় হাসপাতালে নেওয়ার পথে একজন এবং শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে একজন নিহত হয়েছে। আহত একজন মারুফা আক্তার (২২) এবং তাৎক্ষণিক অন্যদের নাম পরিচয় পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল ১১ টা ৫ মিনিটে শাহবন্দেগী ইউনিয়নের হামছায়াপুর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বগুড়া থেকে ছেড়ে আসা হানিফ পরিবহন ( ঢাকা মেট্রো ব ১৪ ৪৭৫৩) হামছায়াপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপ দিয়ে পালিয়ে যাওয়ার সময় আবার সিএনজিকে চাপ দেয়। এতে মোটরসাইকেলের দুই যাত্রী ও সিএনজির ৪ যাত্রী গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে একজন মারা যায়। শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহতদের নিয়ে গেলে তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ একেএম বানিউল আনাম জানান, একজন পুরুষ মারা গেছে তার নাম পরিচয় পাওয়া যায়নি। হানিফ কোচ আটক করা হয়েছে কিন্তু ড্রাইভার ও হেলপার পালিয়ে যাওয়াই তাদেরকে আটক করা সম্ভব হয়নি।

Check Also

নওগাঁ এডুকেশন ফাউন্ডেশনের শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি: বেসরকারী কিন্ডারগার্টেন স্কুল ও মাদ্রাসা শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষে নওগাঁ এডুকেশন ফাউন্ডেশনের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *