সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ ১:০০ পূর্বাহ্ণ
সর্বশেষ সংবাদঃ

ঘোড়াঘাটে ট্রাক চাপায় কর্তব্যরত পুলিশ কনস্টেবল নিহত

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাক চাপায় ওমর ফারুক (৪৩) নামে এক কর্তব্যরত পুলিশ কনস্টেবল নিহত হয়েছে। নিহত কনস্টেবল ওমর ফারুক পাশ্ববর্তী গাইবান্ধা জেলার বাসিন্দা। তিনি দীর্ঘদিন থেকে ঘোড়াঘাট থানায় চালক কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।
মঙ্গলবার (২৩ আগষ্ট) ভোরে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের নিতাইশামোড় এলাকায় এই মর্মান্তিক দূর্ঘটনা ঘটে। পরে ট্রাক এবং ট্রাকের মালিককে আটক করে পুলিশ এবং ট্রাক চালক পালিয়ে যায়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে চালক এবং চালক সহকারীর বিরুদ্ধে একটি মামলা করেছে।
গাড়িটির মালিক ওই গাড়ীতে চালক সহকারী (হেলপার) হিসেবে কাজ করত। গ্রেফতার ট্রাক মালিক ও চালক সহকারী হলেন বগুড়া সদর উপজেলার ভান্ডার পাইকার গ্রামের মৃত নাজিম উদ্দিনের ছেলে হাফিজার রহমান (৩৮)।
থানা পুলিশ সূত্রে জানা যায়, উপ-পরিদর্শক লিখন কুমার মন্ডলের নেতৃত্বে নিহত চালক কনস্টেবল ওমর ফারুক সহ সঙ্গীয় পুলিশ সদস্যরা সড়কটিতে রাত্রীকালীন ডিউটি করছিলেন। ভোর সাড়ে ৩ টার সময় পঞ্চগড়ের বাংলাবান্ধা থেকে ছেড়ে আসা বগুড়াগামী পাথর বোঝাই একটি ট্রাক (চট্ট মেট্রো-ট-১১-৭৩৮৪) নিতাইশা মোড়ে পৌঁছালে কনস্টেবল ওমর ফারুককে চাপা দেয়। এতে ট্রাকের একটি চাকা নিহত পুলিশ সদস্যদের মাথার উপর দিয়ে যাওয়ায় তার পুরো মাথা থেঁথলে যায় এবং তিনি ঘটনাস্থলেই মারা যান।
ডিউটি টিমের ইনচার্জ এবং ঘটনার প্রত্যক্ষদর্শী এসআই লিখন কুমার মন্ডল বলেন, আমরা সরকারী পুলিশ পিকআপ নিয়ে ডিউটি করছিলাম। নিতাইশা মোড় এলাকাটি ডাকাতদের অভয়ারন্য হওয়ায় ঘটনায় সময় আমরা আমাদের গাড়ী রাস্তার পাশে থামিয়ে সকলে রাস্তার আশেপাশে ঝোপঝাড় গুলোতে টর্চ লাইট মারছিলাম। এসময় গাড়ীর জোরে ব্রেক এবং একজনের চিৎকারের শব্দ শুনে ঘুরে দেখি আমাদের চালক কনস্টেবল মাটিতে পড়ে আছে এবং তার মাথা থেঁথলে গেছে। তিনি আরো বলেন, রাত্রীকালীন ডিউটিতে থাকা অন্য আরেক টিমকে ঘটনা জানিয়ে তাৎক্ষণিক আমরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
বিষয়টি নিশ্চিত করে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির বলেন, আমরা সকলে গভীর ভাবে শোকাহত। এই ঘটনায় আমরা একটি নিয়মিত মামলা করেছি। পলাতক ট্রাক চালককে অতিদ্রুত গ্রেফতারের প্রচেষ্ঠা অব্যাহত আছে। মরদেহ ময়না তদন্তের জন্য দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

Check Also

নওগাঁ এডুকেশন ফাউন্ডেশনের শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি: বেসরকারী কিন্ডারগার্টেন স্কুল ও মাদ্রাসা শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষে নওগাঁ এডুকেশন ফাউন্ডেশনের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *