সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ ১:০০ পূর্বাহ্ণ
সর্বশেষ সংবাদঃ

শেরপুরে ট্রাপ চাপায় পথচারী নিহত, ড্রাইভার-হেলপার আটক

শেরপুর (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার শেরপুরে আঞ্চলিক সড়কে ট্রাক চাপায় অনাথ আলী মন্ডল (৬৫) নামের এক পথচারী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৩আগস্ট) সন্ধ্যায় শেরপুর-ধুনট আঞ্চলিক সড়কের খানপুর ইউনিয়নের শালফা বাজার নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। অনাথ আলী উপজেলার একই ইউনিয়নের শালফা উত্তরপাড়া গ্রামের মৃত আফাজ মন্ডলের ছেলে।
এদিকে ঘটনার পরপরই স্থানীয় এলাকাবাসী ধাওয়া দিয়ে ঘাতক ট্রাক ও ট্রাকের চালক-হেলপারকে আটক করেন। পরে তাদের পুলিশের সোপর্দ করা হয়। আটক ব্যক্তিরা হলেন, টাঙ্গাইল জেলার গোপালপুরের আবু হাসানের ছেলে ট্রাকচালক আরমান (১৯) ও ভূঞাপুরের বাসেদ মন্ডলের ছেলে চালকের সহকারী শামীম মন্ডল (২২)।
পুলিশ ও স্থানীয় এলাকাবাসী জানান, অনাথ আলী শেরপুর-ধুনট আঞ্চলিক সড়কের পাশ দিয়ে হাঁটছিলেন। এসময় শেরপুর হতে ধুনটের দিকে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে অনাথ আলী গুরুতর আহত হন। পরে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শেরপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মিথুন সরকার জানান, এই ঘটনায় ট্রাক চালক ও সহকারীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Check Also

নওগাঁ এডুকেশন ফাউন্ডেশনের শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি: বেসরকারী কিন্ডারগার্টেন স্কুল ও মাদ্রাসা শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষে নওগাঁ এডুকেশন ফাউন্ডেশনের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *