সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ ১:০০ পূর্বাহ্ণ
সর্বশেষ সংবাদঃ

বগুড়া শিল্পী পরিবারের বিজয় উৎসব পালন

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

মহান বিজয় দিবস উপলক্ষ্যে বগুড়া শিল্পী পরিবারের উদ্যোগে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে শহরের একটি অভিজাত রেস্টুরেন্টে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে অর্ধ শতাধিক প্রতিযোগি ও অভিভাবক অংশ নেন।

দু’টি গ্রুপে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ক-গ্রুপে শিশু শ্রেণি হতে ৩য় শ্রেনি এবং খ-গ্রুপে ৪র্থ শ্রেনি হতে ১০ম শ্রেনির শিক্ষার্থীরা অংশগ্রহন করে।

ক-গ্রুপে প্রথম হয়েছে আল মুবিন ইসলাম

দ্বিতীয় আরাফাত ইসলাম সামি

৩য় তাসকিয়া তাবাস্সুম (দিনা)।

খ-গ্রুপে প্রথম হয়েছে শাহরীন আহম্মেদ সাবা

২য় রিফা তামান্না

৩য় হয়েছে নাঈম ইসলাম। প্রতিযোগিতা শেষে বিজয়ী ও সকল প্রতিযোগিকে ক্রেষ্ট এবং সনদপত্র প্রদান করা হয়।

বগুড়া শিল্পী পরিবারের আহ্বায়ক সাংবাদিক মোস্তফা মোঘলের সভাপতিত্বে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আশোকোলা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান।

চিত্রাঙ্কন প্রতিযোগিতা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও বিশিষ্ট ব্যাংকার খলিলুর রহমান সরকারের সঞ্চালনায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ফাঁপোর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মহররম আলী, নওগাঁর সাপাহার আদর্শ কলেজের প্রভাষক মাহবুব আলম, সাংবাদিক প্রতীক ওমর, পথের দিশা ভাসমান স্কুলের সাধারন সম্পাদক শামীম আহমেদ, বিশিষ্ট ব্যাংকার আলী আকবর, শাব্বির আহম্মেদ শামীম, সামসুদ্দোহা, নুরুন্নবী খান, সাইফুল ইসলাম, মহান রহমান, রেজাউল করিম ফারুকী, আনোয়ার হোসেন, আবু হানিফ, মিজানুর রহমান, কবি আকতার উল আলম, আব্দুল হাকিম, নূর নবী প্রমূখ।

Check Also

নওগাঁ এডুকেশন ফাউন্ডেশনের শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি: বেসরকারী কিন্ডারগার্টেন স্কুল ও মাদ্রাসা শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষে নওগাঁ এডুকেশন ফাউন্ডেশনের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *