নিজস্ব প্রতিবদেক, বগুড়া
বগুড়া শহরের বস্তিতে বেড়ে ওঠা সুবিধা বঞ্চিত পথশিশুদের নিয়ে ব্যতিক্রমী এক আয়োজন হয়ে গেল। প্রায় অর্ধশত সুবিধা বঞ্চিত শিশুকে চাইনিজ রেস্টুরেন্টে নিয়ে খাওয়ানোর পাশাপাশি তাদের দেয়া হলো শীতের উপহার।
সোমবার দুপুরে শহরের স্কাইভিউ চাইনিজ রেস্টুরেন্টে ব্যতিক্রমধর্মী আয়োজনটি করে দিল-দিগন্ত ফাউন্ডেশন এবং ইয়েস বিডি নামের দুটি সংগঠন।
অনুষ্ঠানে বগুড়া রেল স্টেশন বস্তির পথের দিশা ভাসমান স্কুলের সুবিধা বঞ্চিত শিশুদের জ্যাকেট এবং ট্রাউজার প্রদান করা হয়। পরে শিশুদের জন্য লোভনীয় চাইনিজ খাবার পরিবেশন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পথের দিশা ভাসমান স্কুলের সভাপতি অধ্যাপক মহররম আলী, মজার খাবার চেয়ারম্যান ইমাম রায়হান, অধ্যাপক আব্দুস সালাম, বিশিষ্ট ব্যবসায়ী জেরী ইন্টারপ্রাইজের স্বত্বাধিকারী অধ্যাপক আলহাজ্ব জাকির হোসেন, উত্তরা জুয়েলার্সের স্বত্বাধিকারী ও তরুণ সমাজসেবক মহান রহমান, বগুড়া পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা নুরুল ইসলাম, সিএফও তাসাদ্দুক হোসেন সহ বিশিস্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মুল আলোচক হিসেবে আলোচনা করেন ইয়েস বিডির প্রতিষ্ঠাতা জাকারিয়া চৌধুরী এবং সভাপতিত্ব করেন বিশিষ্ট সাংবাদিক মোস্তফা মোঘল।
চাইনিজ রেস্টুরেন্টে এসে উন্নতমানের খাবার এবং আকর্ষনীয় শীতের পোষাক পেয়ে আনন্দে মেতে ওঠে সুবিধা বঞ্চিত শিশুরা। অনুষ্ঠানে অংশ নিয়ে আমন্ত্রিত অতিথিরা ব্যতিক্রমধর্মী আয়োজনের ভুয়সী প্রশংসা করেন। সেই সাথে সুবিধা বঞ্চিত শিশুদের কল্যাণে এগিয়ে আসার জন্য সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানান।