অনলাইন ডেস্ক:
পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার হলেন সাবেক প্রধানমন্ত্রী, পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) রাজা পারভেজ আশরাফ। শুক্রবার পর্যন্ত সুযোগ থাকলেও তার বিরুদ্ধে অন্য কেউ মনোনয়নপত্র দাখিল করেনি। ফলে কোনো প্রতিদ্বন্দ্বীতা ছাড়াই পাক পার্লামেন্টের ২২তম স্পিকার নির্বাচিত হয়েছেন তিনি। এর আগে ২০১২ সালের ২২শে জুন থেকে ২০১৩ সালের ১৬ই মার্চ পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন তিনি।
ডন জানিয়েছে, শনিবারই নতুন স্পিকার হিসেবে শপথ গ্রহণ করেছেন পারভেজ আশরাফ। স্পিকারের আসনে বসে একটি ক্ষুদ্র ভাষণ দেন তিনি। এই পদের জন্য তাকে যোগ্য বিবেচনা করায় তিনি আইনপ্রনেতাদের ধন্যবাদ দেন। নতুন স্পিকারকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। পারভেজ আশরাফের উদ্দেশ্যে তিনি বলেন, আমার কোনো সন্দেহ নেই যে, আপনি দায়িত্ব পালনের মধ্য দিয়ে উদাহরণ সৃষ্টি করবেন।
এছাড়া তাকে অভিনন্দন জানিয়েছেন পিএমএল-এন নেতা খাজা আসিফ এবং পিপিপি চেয়ারম্যান বিলওয়াল ভুট্টো।
আগামি ২২শে এপ্রিল বসার কথা ছিল পার্লামেন্টের পরবর্তী অধিবেশন। তবে ডেপুটি স্পিকার কাসিম সুরির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে ১৬ই এপ্রিলই বসে অধিবেশন। যদিও অধিবেশন বসার আগ মুহূর্তে পদত্যাগপত্র জমা দেন কাসিম সুরি। এখন নতুন করে ফোকাস চলে গেছে ডেপুটি স্পিকারের পদের ওপরে। নতুন ডেপুটি স্পিকার নিয়োগের দৌড়ে এগিয়ে আছেন জমিয়াত উলেমা-ই-ইসলামের শাহিদা আকতার। গত ৯ই এপ্রিল পদত্যাগ করেন সাবেক স্পিকার আসাদ কায়সার। তার পদেই নতুন স্পিকার হিসেবে নিয়োগ পেলেন পারভেজ আশরাফ। এতদিন কাসিম সুরি পার্লামেন্টের ভারপ্রাপ্ত স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেছেন।