অনলাইন ডেস্ক:
চোটে পড়ে দক্ষিণ আফ্রিকা সফরের দ্বিতীয় টেস্টের আগেই দেশে ফেরেন পেসার তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। দুজনকে আসন্ন শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজেও না পাওয়ার সম্ভাবনা বেশি। পুরোপুরি সেরে উঠতে তাসকিনকে পাঠানো হবে ইংল্যান্ডে, শরিফুলের লাগবে অস্ত্রোপচার। বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বিষয়টি নিশ্চিত করেছেন।
জালাল ইউনুস বলেন, ‘শ্রীলঙ্কার বিপক্ষে তাসকিনের খেলার সম্ভাবনা নেই, শরিফুল সম্ভবত লঙ্কানদের বিপক্ষে ঘরের মাঠে প্রথম টেস্ট মিস করবেন। তাসকিনের কাঁধে চোট, এখন সে পুনর্বাসনে রয়েছে। আমরা তাকে ইংল্যান্ডে পাঠাতে চাই। শরিফুলকেও চিকিৎসার জন্য বিদেশে যেতে হবে, এর জন্য শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে তাকে পাওয়ার সম্ভাবনা নেই।’
এদিকে বিসিবি তাসকিনকে আইপিএলে না খেলার জন্য ক্ষতিপূরণ দেওয়ার কথা ভাবছে। এ ব্যাপারে বিসিবির পরিচালক বলেন, ‘আমরা তাকে (তাসকিন) আর্থিকভাবে ক্ষতিপূরণ দেওয়ার চেষ্টা করব। এটি আমাদের মাথায় আছে। তবে সেই সময়ের সিরিজটি আইপিএলের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল। অবশ্যই আমরা ভাবছি কিভাবে তাকে ক্ষতিপূরণ দিতে পারি।’
তাসকিন প্রসঙ্গে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানান, ‘তাসকিনকে ৩ সপ্তাহের জন্য বিশ্রাম দেওয়া হয়েছে। দুই সপ্তাহ তো হয়ে গেলো প্রায়, আরও এক সপ্তাহ থাকবে বিশ্রামে। এরপর আমরা আস্তে আস্তে রিহ্যাব করাবো। এটা এখনই বলাটা আসলে একটু তাড়াতাড়ি হয়ে যায়। রিহ্যাব করলে বুঝা যাবে। আর আমাদের একটা প্ল্যান আছে তাকে বাইরে কোথাও কনসাল্টের জন্য পাঠানোর।’
২ ম্যাচ টেস্ট সিরিজ খেলতে আগামী ৮ মে বাংলাদেশে আসবে শ্রীলঙ্কা। মূল সিরিজের আগে চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে ২ দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে শ্রীলঙ্কা (১১ ও ১২ মে)। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ১৫ মে থেকে শুরু হবে ১ম টেস্ট। শহর বদলে ২৩ মে থেকে শুরু হবে ২য় ও শেষ টেস্ট। মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে ২য় টেস্ট।