অনলাইন ডেস্ক:
তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানের অনুরোধে ইউক্রেনের মারিউপোলের মসজিদ থেকে জিম্মিদের উদ্ধার করেছে রাশিয়া। রোববার এমন সংবাদ প্রকাশ করেছে আল-জাজিরা।
রাশিয়া জানিয়েছে, ইউক্রেনের মারিউপোল শহরের মসজিদ থেকে জিম্মিদের উদ্ধার করেছে রাশিয়ান সেনারা। এ সকল (মুসলিম) ব্যক্তিদের মসজিদে আটক করে রাখা হয়েছিল বলে অভিযোগ পাওয়া গেছে।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জেনারেল ইগর কোনাশেনকভ জানিয়েছেন, তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানের অনুরোধে এ বিশেষ অভিযান চালানো হয়েছে। এ অভিযানে (মুসলিম) জিম্মিদের বন্দী করে রাখা ২৯ উগ্রবাদী ও বিদেশী যোদ্ধাকে হত্যা করা হয়েছে।
জেনারেল ইগর কোনাশেনকভ আরো বলেন, সাবেক সোভিয়েত রাশিয়ার অন্তর্ভুক্ত দেশগুলোর সংগঠন ‘কমনওয়েলথ অফ ইন্ডিপেন্ডেন্ট স্টেটস’-এর (সিআইএস) একটি সদস্য দেশের নাগরিকরা এখানে জিম্মি ছিল।
সূত্র : আল-জাজিরা