অনলাইন ডেস্ক:
সন্ত্রাসীরা যাতে আফগানিস্তানের ভূমি ব্যবহার করে পাকিস্তানে হামলা চালাতে না পারে তালেবান সরকারকে সে নিশ্চয়তা দেয়ার আহ্বান জানিয়েছে ইসলামাবাদ। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ আহ্বান জানিয়ে বলেছে, বিগত কয়েক মাসে বহুবার তালেবানকে পাক-আফগান সীমান্তে নিরাপত্তা শক্তিশালী করার আহ্বান জানিয়েও কোনো কাজ হয়নি।
পাকিস্তানের বিমান বাহিনী সম্প্রতি আফগানিস্তানের কুনার ও খোস্ত প্রদেশে বিমান হামলা চালানোর পর কাবুল শনিবার এর বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া দেখায়। এরপর রোববার পাক পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতি প্রকাশ করে তালেবান সরকারকে ‘সন্ত্রাসীদের প্রশ্রয়’ দেয়ার দায়ে অভিযুক্ত করল। বিবৃতিতে আফগানিস্তান থেকে সীমান্ত অতিক্রম করে পাকিস্তানে সন্ত্রাসী হামলা বেড়ে যাওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করা হয়।
সম্প্রতি পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তান প্রদেশে তেহরিকে তালিবান পাকিস্তান বা টিটিপি’র সন্ত্রাসী হামলায় সাত পাকিস্তানি সৈন্য নিহত হওয়ার পর আফগানিস্তানে বিমান হামলা চালায় ইসলামাবাদ। পাকিস্তানের বিমান হামলায় প্রায় অর্ধশত মানুষ নিহত হয় যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক।
গত বছরের আগস্ট মাসে তালেবান আফগানিস্তানের ক্ষমতা গ্রহণ করলেও গত আট মাস পাকিস্তানের সঙ্গে তালেবানের সম্পর্ক তুলনামূলক ভালো ছিল।গত সপ্তাহে পাকিস্তানে ইমরান খান সরকারের পতন হওয়ার পর কাবুল-ইসলামাবাদ সম্পর্কে উত্তেজনা দেখা দিল। ইমরান খান সরকারের পতন হওয়ার ফলে তালেবান তার সবচেয়ে ঘনিষ্ঠ আন্তর্জাতিক মিত্রকে হারিয়েছে বলে বিশ্লেষকরা মনে করেন।