সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ ৩:১১ অপরাহ্ণ
সর্বশেষ সংবাদঃ

বিরামপুর ডায়াবেটিস সেন্টারের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত


বিরামপুর, দিনাজপুর প্রতিনিধি:

রোববার ডায়াবেটিস অ্যান্ড হেলথ কেয়ার সেন্টারের উদ্যোগে “চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে রোজা” শীর্ষক এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ডায়াবেটিস অ্যান্ড হেলথ কেয়ার সেন্টারের সহ: সভাপতি ও বিরামপুর বণিক সমিতির সভাপতি আলহাজ্জ মাওলানা আশরাফুল ইসলামের সভাপতিত্বে ও ডায়াবেটিস সেন্টারের সেক্রেটারী মুহাদ্দিস ডক্টর এনামুল হকের সঞ্চালনায় প্রধান অতিথির আলোচনা রাখেন বিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যানের পক্ষে ভাইস চেয়ারম্যান মো: মেজবাউল ইসলাম।

প্রধান আলোচক হিসেবে “চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে রোজা” শিরোনামে আলোচনা রাখেন সাবেক সিভিল সার্জন, বেসরকারী ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের জেলা কমিটির সহ: সভাপতি এবং বিরামপুর উপজেলা সভাপতি ডা. ইমার উদ্দিন কায়েস।

আলোচনা পেশ করেন, রংপুর মেডিক্যাল কলেজ ও হসপিটালের চক্ষু বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. মোখলেছুর রহমান, ডায়াবেটিস হেলথ কেয়ার সেন্টারের সিনিয়র মেডিক্যাল অফিসার ডা. আতিয়ার রহমান, চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন ডা. গোলাম রব্বানী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডা. আবু হেনা মোস্তফা কামাল, ডা. শাহ আল সাজিদ, ডা. দারাসতুল্লাহ প্রমুখ।

আলোচনা সভা ও ইফতার মাহফিলে চিকিৎসক, পল্লী চিকিৎসক, কিøনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিক, ফার্মেসীর মালিক, শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ, প্রধান শিক্ষক, সুপার, শিক্ষকম-লী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমুখ।

Check Also

সিংড়ায় ২০০ কৃষক পেলেন সার-বীজ

সিংড়া (নাটোর) সংবাদদাতা: নাটোরের সিংড়ায় ২০০ কৃষকের মাঝে সার-বীজ বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *