সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ ১২:২০ পূর্বাহ্ণ
সর্বশেষ সংবাদঃ

নিলামে ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোলের জার্সি

দিয়াগো ম্যারাডোনা আর্জেন্টিনাকে ১৯৮৬ বিশ্বকাপ জেতানোর পথে গুরুতর এক ‘পাপ’ করেছিলেন। ইংল্যান্ডের বিপক্ষে তিনি হাত দিয়ে গোল দিয়েছিলেন। যা ‘হ্যান্ড অব গড’ নামে পরিচিত। অনেকের কাছে যা ফুটবলের সেরা মুহূর্ত। কেউ কেউ ফুটবলের বাজে উদাহরণ বলে মনে করেন।

ফুটবল ঈশ্বর খ্যাত ম্যারাডোনার ওই হ্যান্ড অব গড খ্যাত গোল করা ম্যাচের জার্সি নিলামে উঠতে যাচ্ছে। আগামী ২০ এপ্রিল অনলাইনে শুরু হবে জার্সির নিলাম। বুধবার জার্সিটি নিলামের বিষয়টি নিশ্চিত করে  নিলামকারী প্রতিষ্ঠান জানিয়েছে, জার্সিটি অন্তত ৪ মিলিয়ন পাউন্ড বা প্রায় ৪৫ কোটি সাড়ে ১৫ লাখ টাকা বিক্রি হবে।

নিলামকারী প্রতিষ্ঠান সোদিবাই-এর কর্মকর্তা ব্রাহাম ওয়াকটার বলেছেন, ম্যারাডোনার হ্যান্ড অব গড গোলের জার্সিটি বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও স্মরণীয় ক্রীড়া সামগ্রীর ছোট্ট তালিকায় জায়গা করে নিয়েছে। কারণ ম্যারাডোনার হ্যান্ড অব গড গোল ক্রীড়াঙ্গনের আইকনিক মুহূর্ত।

ইংল্যান্ডের ফুটবল জাদুঘরে ম্যারাডোনার জার্সি।

ম্যারাডোনা ইংল্যান্ডের বিপক্ষে ওই ম্যাচে জোড়া গোল করেছিলেন। একটি হ্যান্ড অব গড নামে পরিচিত অন্যটি গোল অব দ্য সেঞ্চুরি নামে। দ্বিতীয় গোলটি আর্জেন্টাইন সুপারস্টার দিয়াগো ইংল্যান্ডের সকল ফুটবলারকে কাটিয়ে জালে জড়িয়ে দিয়েছিলেন। ২০০২ সালে যেটি ফিফার ভোটে গোল অব সেঞ্চুরির মর্যাদা পায়।

মজার ব্যাপার হচ্ছে, ঐতিহাসিক ওই জার্সি ম্যারাডোনা, তার পরিবার কিংবা আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের কাছে ছিল না। জার্সিটি আছে ম্যানচেস্টারে ইংল্যান্ডের জাতীয় ফুটবল জাদুঘরে। আর জার্সিটির মালিকানা ইংল্যান্ড ফুটবলার স্টিভ হজের। কারণ ওই ম্যাচের পরে ম্যারাডোনা হজের সঙ্গে জার্সি বদল করেছিলেন।

Check Also

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপ শুরু বাংলার মেয়েদের

অনলাইন ডেস্ক: নারী অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রথম আসরে দুর্দান্ত শুরু করলো বাংলাদেশ। আসরের উদ্বোধনী ম্যাচে অস্ট্রেলিয়াকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *